পুরুলিয়া, 25 জুলাই : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরুলিয়া সদর হাসপাতালের ডায়ালোসিস বিভাগের ফল্স সিলিং ৷ ঘটনায় আহত হন তিনজন ৷ তাঁরা ওই সময় হাপসাতালে চিকিৎসা করাতে এসেছিলেন ৷ যদিও প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় ৷
ফলস সিলিং ভেঙে পুরুলিয়া সদর হাসপাতালে আহত 3 - false-ceiling-collapse
সিলিং ভেঙে পড়াকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৷ দ্রুততার সঙ্গে সব রোগীদের ওই ইউনিট থেকে বের করা হয় ৷ বন্ধ করে দেওয়া হয় ডায়ালোসিস বিভাগের বিদ্যুৎ সংযোগ ৷
সিলিং ভেঙে পড়াকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৷ দ্রুততার সঙ্গে সব রোগীদের ওই ইউনিট থেকে বের করা হয় ৷ বন্ধ করে দেওয়া হয় ডায়ালোসিস বিভাগের বিদ্যুৎ সংযোগ ৷
2015 সালের 14 অগাষ্ট পুরুলিয়া সদর হাসপাতালে ডায়ালোসিস বিভাগের উদ্বোধন হয় ৷ মাত্র 5 বছরের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে ৷ তবে কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ জানা যায়, ডায়ালোসিস বিভাগে 5 জনের চিকিৎসা চলছিল ৷ সেই সময় বিকট শব্দ করে হাসপাতালের ডায়ালোসিস বিভাগের সিলিংটি ভেঙে পড়ে ৷ তবে মাত্র পাঁচ জন রোগী থাকায় বড়োসড়ো কোনও দুর্ঘটনা ঘটেনি