পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ার বিজ্ঞান কেন্দ্রে যোগ দিবস, অংশগ্রহণ অনলাইনেও - international yoga day 2020

বিশ্ব যোগ দিবস পালিত হল পুরুলিয়া জেলার বিজ্ঞান কেন্দ্রে । সেরা যোগ ও প্রাণায়ামের ভিডিয়ো পাবে পুরস্কার ।

international yoga day organized in purulia
পুরুলিয়া জেলার বিজ্ঞান কেন্দ্রে পালিত হচ্ছে যোগ দিবস

By

Published : Jun 21, 2020, 9:43 PM IST

পুরুলিয়া, 21 জুন : আজ বিশ্ব যোগ দিবস । শারীরিক ও মানসিক ব্যায়াম ও আধ্যাত্মিক অনুশীলনই হল যোগ । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ যোগ । সেই বার্তা দিল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র । বিজ্ঞান কেন্দ্রে কোরোনা আবহের মধ্যে সামাজিক দূরুত্ব মেনে ও মুখে মাস্ক পরে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল ।

ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে যোগ বিষয়ে উৎসাহ বাড়িয়ে তুলতে অনলাইনে যোগে অংশগ্রহণ করার ব্যবস্থা করে জেলা বিজ্ঞান কেন্দ্র । কেবলমাত্র জেলার নয়, ভিন জেলা থেকে উৎসাহীরা যোগ দিয়েছেন অনলাইনে, এমনই জানালেন জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা । এছাড়াও সেরা যোগ ও প্রাণায়ামের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছে জেলা বিজ্ঞান কেন্দ্র । তারজন্য বাড়িতে বসেই যোগ ও প্রাণায়ামের ভিডিয়ো করে জেলা বিজ্ঞান কেন্দ্রের হোয়াটস অ্যাপ ও ফেসবুকে পাঠাতে হবে ।

যোগ ও প্রাণায়ামের ক্ষেত্রে জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, "প্রতি বছরের মত আজও যোগ দিবসের আয়োজন করা হয়েছে । তবে এ বছর কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইনে প্রতিযোগিতা রাখা হয়েছে । এছাড়া অনলাইনে প্রদর্শন করার আয়োজন করা হয়েছে । একই সঙ্গে বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা সামাজিক দূরত্ব মেনে ও মুখে মাস্ক পরে বিজ্ঞান কেন্দ্র চত্বরে বিশ্ব যোগ দিবসে অংশগ্রহণ করেছেন ।"

ধ্রুবজ্যোতিবাবু আরও বলেন, "বর্তমান পরিস্থিতি বড়ই জটিল । কোরোনায় জর্জরিত সারা বিশ্ব । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের প্রতিদিন যোগ প্রাণায়ামের প্রয়োজন । তাই সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে যোগ বিষয়ে উৎসাহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details