পুরুলিয়া, 21 জুন : আজ বিশ্ব যোগ দিবস । শারীরিক ও মানসিক ব্যায়াম ও আধ্যাত্মিক অনুশীলনই হল যোগ । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ যোগ । সেই বার্তা দিল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র । বিজ্ঞান কেন্দ্রে কোরোনা আবহের মধ্যে সামাজিক দূরুত্ব মেনে ও মুখে মাস্ক পরে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল ।
ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে যোগ বিষয়ে উৎসাহ বাড়িয়ে তুলতে অনলাইনে যোগে অংশগ্রহণ করার ব্যবস্থা করে জেলা বিজ্ঞান কেন্দ্র । কেবলমাত্র জেলার নয়, ভিন জেলা থেকে উৎসাহীরা যোগ দিয়েছেন অনলাইনে, এমনই জানালেন জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা । এছাড়াও সেরা যোগ ও প্রাণায়ামের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছে জেলা বিজ্ঞান কেন্দ্র । তারজন্য বাড়িতে বসেই যোগ ও প্রাণায়ামের ভিডিয়ো করে জেলা বিজ্ঞান কেন্দ্রের হোয়াটস অ্যাপ ও ফেসবুকে পাঠাতে হবে ।