পুরুলিয়া, 25 মার্চ: 'অকেজো' হয়ে যাওয়া ত্রিফলা আলোর নিলামকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ ! কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (Purulia Municipality Trident Lamp Corruption) ৷ বিরোধীদের প্রশ্ন, কীভাবে বারবার পৌরসভার সমস্ত কাজের বরাত পাচ্ছেন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল নেত্রী আনোয়ারা বিবির ছেলে ? বিষয়টি নিয়ে বিরোধী বিজেপির সুরে সুর মেলাচ্ছেন তৃণমূল কাউন্সিলররাও ! যদিও সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন পৌরপ্রধান ৷ তাঁর দাবি, যা হয়েছে, নিয়ম মেনেই হয়েছে ৷
ত্রিফলা আলো ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ৷ কিন্তু, শুরু থেকেই এই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে ৷ পরবর্তীতে নানা কারণে কলকাতা-সহ অন্য়ান্য শহর থেকে একে একে ত্রিফলা বাতিস্তম্ভ সরিয়ে ফেলা হয় ৷ একই পথে হাঁটে পুরুলিয়া পৌর প্রশাসনও ৷ পৌরসভা সূত্রে জানা গিয়েছে, 'অকেজো' ত্রিফলাগুলি কেজি দরে বিক্রি করে দেওয়া হয় ! সেই কাজের বরাত পান আনোয়ারা বিবির ছেলে ৷ আর এখানেই প্রশ্ন তুলেছেন পুরুলিয়া পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর প্রদীপ মুখোপাধ্যায় ৷
প্রদীপের বক্তব্য, সমস্ত নিয়ম মেনে নিলামে অকেজো ত্রিফলা বিক্রির বরাত দেওয়া হয়েছে বলে দাবি করছে পৌর কর্তৃপক্ষ ৷ কিন্তু, সেই বরাত বৈদ্যুতিক বিভাগের দায়িত্বে থাকা 'চেয়ারম্যান ইন কাউন্সিল' আনোয়ারা বিবির ছেলে শেখ শাহিদই কীভাবে পেলেন ? বিরোধী দলনেতার অভিযোগ, অসাধু যোগসাজশে এই কাজের বরাত পেয়েছেন শেখ শাহিদ ৷ সংশ্লিষ্ট নিলামের দায়িত্বে ছিলেন তাঁর মা ! কাজেই গোপনে কোনও বোঝাপড়ার করার পর যদি পৌরসভা দাবি করে, নিলাম প্রক্রিয়া স্বচ্ছভাবে করা হয়েছে, তাহলে তা নিয়ে প্রশ্ন থাকেই ৷