পুরুলিয়া, 13 জানুয়ারি : পুরুলিয়ায় পৌঁছাল কোরোনার ভ্যাকসিন কোভিশিল্ড । আজ বিকেল 3:40 নাগাদ বিশেষ পুলিশি প্রহরার মধ্যে দিয়ে ভ্যাকসিন পুরুলিয়া শহরের জেলা স্বাস্থ্য ভবনে ঢোকে। পরে স্বাস্থ্য ভবনের বিশেষ ‘‘আই ল্যাবে’’ রাখা হয় ভ্যাকসিনগুলো। গতকাল মঙ্গলবার দিল্লি থেকে কলকাতায় বিশেষ বিমানে কোরোনার ভ্য়াকসিন কোভিশিল্ড এসে পৌঁছায় ৷ রাতের মধ্য়েই জেলায় জেলায় সেই ভ্য়াকিসন পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় ৷
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিলকুমার দত্ত বলেন, ‘‘প্রথম পর্যায়ে 18 হাজার ভ্যাকসিন পুরুলিয়ায় পৌঁছাল। জেলার 9 হাজার স্বাস্থ্যকর্মীকে প্রথম পর্যায়ে এই ভ্যাকসিন দেওয়া হবে। 28 দিন পর ওই স্বাস্থ্যকর্মীদের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে। জেলার 20 টি ব্লকে 226 টি কেন্দ্র থেকে এই ভ্যাকসিনের দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তর গাইড লাইন পাঠিয়েছে। সেই গাইড লাইন অনুযায়ী ভ্যাকসিনের টিকা দেওয়া হবে।’’