পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় পৌঁছাল 18 হাজার কোরোনার ভ্য়াকসিন - কোরোনার ভ্য়াকসিন

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিলকুমার দত্ত বলেন, ‘‘প্রথম পর্যায়ে 18 হাজার ভ্যাকসিন পুরুলিয়ায় পৌঁছাল। জেলার 9 হাজার স্বাস্থ্যকর্মীকে প্রথম পর্যায়ে এই ভ্যাকসিন দেওয়া হবে। 28 দিন পর ওই স্বাস্থ্যকর্মীদের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে। জেলার 20 টি ব্লকে 226 টি কেন্দ্র থেকে এই ভ্যাকসিনের দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তর গাইড লাইন পাঠিয়েছে। সেই গাইড লাইন অনুযায়ী ভ্যাকসিনের টিকা দেওয়া হবে।’’

corona vaccine is reached to purulia for health worker
পুরুলিয়ায় পৌঁছালো 18 হাজার কোরোনার ভ্য়াকসিন

By

Published : Jan 13, 2021, 6:44 PM IST

পুরুলিয়া, 13 জানুয়ারি : পুরুলিয়ায় পৌঁছাল কোরোনার ভ্যাকসিন কোভিশিল্ড । আজ বিকেল 3:40 নাগাদ বিশেষ পুলিশি প্রহরার মধ্যে দিয়ে ভ্যাকসিন পুরুলিয়া শহরের জেলা স্বাস্থ্য ভবনে ঢোকে। পরে স্বাস্থ্য ভবনের বিশেষ ‘‘আই ল্যাবে’’ রাখা হয় ভ্যাকসিনগুলো। গতকাল মঙ্গলবার দিল্লি থেকে কলকাতায় বিশেষ বিমানে কোরোনার ভ্য়াকসিন কোভিশিল্ড এসে পৌঁছায় ৷ রাতের মধ্য়েই জেলায় জেলায় সেই ভ্য়াকিসন পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় ৷

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিলকুমার দত্ত বলেন, ‘‘প্রথম পর্যায়ে 18 হাজার ভ্যাকসিন পুরুলিয়ায় পৌঁছাল। জেলার 9 হাজার স্বাস্থ্যকর্মীকে প্রথম পর্যায়ে এই ভ্যাকসিন দেওয়া হবে। 28 দিন পর ওই স্বাস্থ্যকর্মীদের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে। জেলার 20 টি ব্লকে 226 টি কেন্দ্র থেকে এই ভ্যাকসিনের দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তর গাইড লাইন পাঠিয়েছে। সেই গাইড লাইন অনুযায়ী ভ্যাকসিনের টিকা দেওয়া হবে।’’

আরও পড়ুন : বাঁকুড়ায় পৌঁছাল কোভিশিল্ড ভ্যাকসিন

প্রতিটি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার আগে স্বাস্থ্য কর্মীদের পরিচয় পত্র খতিয়ে দেখা হবে ৷ সেই মতো সমস্ত তথ্য স্বাস্থ্য দপ্তরের সাইটে আপলোড করা হবে। তারপর ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়ার পর আধ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। 28 দিন পর আবার ওই স্বাস্থ্যকর্মীদের একইভাবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে। এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে টিকাকরণ কেন্দ্রগুলিতে ৷

ABOUT THE AUTHOR

...view details