পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবতিকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গ্রেপ্তার প্রেমিক - যুবতি

জঙ্গল থেকে উদ্ধার হল যুবতির দেহ। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। ঘটনাটি কাশিপুর থানা এলাকার।

ছবিটি প্রতীকী

By

Published : Mar 7, 2019, 10:47 AM IST

পুরুলিয়া, ৭ মার্চ : জঙ্গল থেকে উদ্ধার হল যুবতির দেহ। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। ঘটনাটি কাশিপুর থানা এলাকার। ঘটনায় ওই যুবতির প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কাশীপুর থানা এলাকার বাসিন্দা সারদা (নাম পরিবর্তিত) মামার বাড়িতে মানুষ। সেই সূত্রে ওই গ্রামের যুবক রাহুলের (নাম পরিবর্তিত) সঙ্গে সারদার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ একবছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর বাড়িতে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাঁদের সম্পর্ক মানতে অস্বীকার করে। এরপর সোমবার থেকে আর খুঁজে পাওয়া যায়নি সারদাকে। পরিবারের দাবি, রাহুলের সঙ্গেই পালিয়ে যায় সারদা। ঘটনায় সারদার পরিবারের তরফে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

তিনদিন নিখোঁজ থাকার পর গতকাল জঙ্গলের মধ্যে সারদার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। সেখান থেকে দেহ উদ্ধার করে দেবেন মাহাত সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। সারদার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই যুবকের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই যুবককে।

ABOUT THE AUTHOR

...view details