পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রাণ শিবিরে ভিড় বাড়িয়ে করোনা ছড়ানোর চক্রান্ত বিজেপির, ভাইরাল চ্য়াট দেখিয়ে অভিযোগ তৃণমূলের

একটি হোয়াটস অ্য়াপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হওয়া নিয়ে বিতর্ক ৷ তৃণমূলের দাবি, ওই হোয়াটস অ্য়াপ চ্য়াটটি বিজেপির পুরুলিয়ার একটি গ্রুপের ৷ তাতে যে কথোপকথন হয়েছে, তা দেখে মনে হচ্ছে, রাজ্য সরকারকে বেকায়দায় ফেলতে পুরুলিয়ায় যশের জন্য তৈরি ত্রাণ শিবিরগুলিতে বেশি লোক ঢুকিয়ে করোনার সংক্রমণ বাড়ানোর ষড়যন্ত্র করা হয়েছে ৷ যদিও বিজেপির দাবি, পুরোটাই ভুয়ো ৷

wb_prl_01_bjp_screenshot_viral_7204369
ত্রাণশিবিরে ভিড় বাড়িয়ে করোনা ছড়ানোর চক্রান্ত বিজেপির, ভাইরাল চ্য়াট দেখিয়ে অভিযোগ তৃণমূলের

By

Published : May 28, 2021, 3:39 PM IST

Updated : May 28, 2021, 4:37 PM IST

পুরুলিয়া, 28 মে : যশ পরবর্তী আবহে করোনার সংক্রমণ ছড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছে বিজেপি ৷ অভিযোগ তৃণমূল কংগ্রেসের ৷ ভাইরাল হওয়া একটি হোয়াটস অ্য়াপ চ্য়াটের স্ক্রিনশট নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক ৷ তৃণমূলের দাবি, ওই হোয়াটস অ্য়াপ চ্য়াটটি বিজেপির পুরুলিয়ার একটি গ্রুপের ৷ দলের স্থানীয় সাংসদ থেকে জেলা সভাপতি, সকলেই নাকি রয়েছেন সেই গ্রুপে ৷ আর তাতেই যশের জন্য তৈরি ত্রাণ শিবিরগুলিতে বেশি করে লোক ঢুকিয়ে করোনার সংক্রমণ ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র সামনে এসেছে !

‘বিদ্য়াসাগর চক্রবর্তী প্রেসিডেন্ট’ নামক একটি প্রোফাইল থেকে বলা হয়েছে, ‘‘সবথেকে ভালো হবে বেশি করে লোক স্কুলগুলিতে ঢুকিয়ে দাও ৷ আর সবাইকে বলে দাও যে সবাই ঘর পাবে ৷ যত বেশি লোক একসাথে থাকবে, করোনা হবে ৷ আর সরকার ফাঁসবে ৷ প্রত্যেকটি অঞ্চলে খবর দিয়ে দাও ৷’’

ত্রাণশিবিরে ভিড় বাড়িয়ে করোনা ছড়ানোর চক্রান্ত বিজেপির, ভাইরাল চ্য়াট দেখিয়ে অভিযোগ তৃণমূলের

এর জবাবে ‘জ্য়োতির্ময়দা এমপি’ নামক প্রোফাইল থেকে বলা হয়, ‘‘আপনি বলে দিন ৷ আমি সেন্ট্রালকে বলে মিডিয়াতে দিয়ে দেব ৷ আমাদের কর্মীদের বলে দিতে হবে, (যাতে) বেশি ফটো, ভিডিও করে ৷’’

এই চ্য়াট হাতিয়ার করেই মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের সাফ কথা, একুশের বিধানসভা ভোটে হেরে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে বিজেপি ৷ যেকোনও উপায়ে তারা রাজ্যের ক্ষমতা দখল করতে চাইছে ৷ আর তাই করোনাকে অস্ত্র করে রাজ্য সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে তারা ৷ এদিকে, যশের জেরে ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় আগেভাগেই পুরুলিয়ায় বিভিন্ন স্কুলে ত্রাণ শিবির খুলেছিল রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ অভিযোগ, তৃণমূল তথা রাজ্য সরকারের এই ‘সাধু’ পদক্ষেপকেই তুরুপের তাস করতে চেয়েছে বিজেপি ৷ ত্রাণ শিবিরগুলিতে ভিড় বাড়িয়ে ছড়াতে চেয়েছে কোভিড সংক্রমণ ৷

ভাইরাল হওয়া এই হোয়াটস অ্য়াপ চ্য়াটেই শুরু বিতর্ক ৷

পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নবেন্দু মাহালির দাবি, ক্ষমতা দখলের জন্যই এমন ঘৃণ্য রাজনীতি করছে বিজেপি ৷ যদিও এই হোয়াটস অ্য়াপ স্ক্রিনশটের সত্যাসত্য ইটিভি ভারত যাচাই করেনি ৷ তবে ওই স্ক্রিনশটে যাঁদের কথোপকথন দেখা গিয়েছে, তাঁদের মধ্যেও দ্বন্দ্ব স্পষ্ট ৷ যেমন ‘কাল্টুদা’ নামে একটি প্রোফাইল থেকে বলা হয়েছে, ‘‘এইটা করা মনে হয় না ঠিক হবে ৷ আমার বিধানসভাতে টিএমসি জেনে যাবে ৷’’ আবার ‘বিবেক রঙ্গ পিআরআর জিএস’ এবং ‘আলিমদা মাইনোরিটি প্রেসিডেন্ট’ নামে দু’টি প্রোফাইলের মালিকরা বলেছেন, ‘‘দাদা দল যেটা বলে আমাদের করা উচিত’’ এবং ‘‘দল যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদের মেনে চলতে হবে ৷ তাই আমি একমত ৷’’

আরও পড়ুন :যশ মোকাবিলায় মমতার সরকারের দরাজ প্রশংসা রাজ্যপালের

প্রশ্ন উঠছে, সত্যি কি বিজেপি ক্ষমতা দখলের জন্য এতটাই মরিয়া যে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতেও বাধছে না তাদের ! এর সদুত্তর দিতে পারেননি জয়পুরের বিজেপি বিধায়ক নরহরি মাহাত ৷ তবে তাঁর দাবি, সবটাই নাকি ভুয়ো ৷ এবং তিনি বিষয়টিকে পাত্তা দিতে নারাজ ৷

Last Updated : May 28, 2021, 4:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details