পুরুলিয়া, 30 জুন : পঞ্চায়েত সমিতির BJP-র সদস্যের বাড়িতে আগুন দিল দুষ্কৃতীরা । ঘটনাস্থান থেকে মিলল মাওবাদী পোস্টার । ঘটনাটি পুরুলিয়ার বলরামপুর থানার ঘাটবেড়া অঞ্চলের তিলাই গ্রামের । গতকাল মাঝরাতে পঞ্চায়েত সমিতির সদস্য মালতি রাজোয়ারের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা । খড়ের চালে আগুন ধরিয়ে দেয় । পরে স্থানীয় হনুমান মন্দিরে মেলে কালো পতাকা । যাতে লেখা "এই তো শুরু ।" "মাওবাদী" লেখা পোস্টারে মেলে মেরে ফেলার হুমকিও । আপাতদৃষ্টিতে বিষয়টিকে মাওবাদী হামলা মনে হলেও ভিন্ন মত পুলিশের । তাদের দাবি, কোনও মাওবাদী নয়, কাজটির সঙ্গে জড়িত সাধারণ দুষ্কৃতীরা । শুরু হয়েছে তদন্ত ।
গতকাল রাতে মালতি রাজোয়াড়ের বাড়ি ও সংলগ্ন এলাকা থেকে মেলে একাধিক পোস্টার । যার কোনওটিতে লেখা "রাজনীতি করলে বিপদ হবে। নেতারা সাবধান ।" আবার কোনওটিতে হুমকি দিয়ে লেখা, "যদি কেউ অন্যায় করে থাকে তাহলে মরতে হবে ।" কোনওটিতে লেখা, "আবার এসেছি, CPI(M) মাওবাদী ।" পুলিশ পোস্টারগুলি উদ্ধার করেছে । এবিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, "এই ঘটনার সঙ্গে মাওবাদীদের কোনও সম্পর্ক নেই । এটা স্থানীয় দুষ্কৃতীদের কাজ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"