পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অ্যান্টি রোমিও ড্রাইভ ! রোমিও ধরতে বিশেষ অভিযানে পুরুলিয়া জেলা পুলিশ - পুরুলিয়া

স্ট্রিট রোমিওদের সায়েস্তা করতে পুরুলিয়া জেলাজুড়ে "অ্যান্টি রোমিও ড্রাইভ" শুরু করতে চলেছে পুরুলিয়া জেলা পুলিশ ৷ রাস্তায় দ্রুত গতিতে বাইক চালিয়ে মেয়েদের বিভিন্ন মন্তব্য করে পালিয়ে যাওয়া বা হাজারের ভিড়ে জোরে বাইক চালিয়ে মানুষের নজর কাড়া রোমিও টাইপ ছেলেদের সায়েস্তা করতে "অ্যান্টি রোমিও ড্রাইভ" নামে পুলিশের স্পেশাল টিম এবার নজর চালাবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ৷

photo
ছবি

By

Published : Dec 16, 2019, 4:35 PM IST

Updated : Dec 22, 2019, 4:10 PM IST

পুরুলিয়া , 16 ডিসেম্বর : স্ট্রিট রোমিওদের সায়েস্তা করতে পুরুলিয়া জেলাজুড়ে অ্যান্টি রোমিও ড্রাইভ শুরু করতে চলেছে পুরুলিয়া জেলা পুলিশ ৷ রাস্তায় দ্রুত গতিতে বাইক চালিয়ে মেয়েদের বিভিন্ন মন্তব্য করে পালিয়ে যাওয়া বা হাজারের ভিড়ে জোরে বাইক চালিয়ে মানুষের নজর কাড়া রোমিও টাইপ ছেলেদের সায়েস্তা করতে "অ্যান্টি রোমিও ড্রাইভ" নামে পুলিশের স্পেশাল টিম এবার নজর চালাবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ৷

সম্প্রতি দেশের নানা প্রান্তে মেয়েদের উপর ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে পুরুলিয়া জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগ বলে জানান পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান l এছাড়াও 'দিদিকে বলো' কর্মসূচীর মতোই 'SP-কে বলো' অভিযান শুরু করল পুরুলিয়া জেলা পুলিশ ৷ স্মার্ট ফোনে এবার সরাসরি জেলাবাসীর মুখোমুখি হবেন খোদ পুলিশ সুপার ৷ পুলিশ সুপারের হোয়াটস্যাপ নাম্বারটি হলো 8967177666 ৷ ইতিমধ্যে জেলার প্রতিটি থানা এলাকায় জেলা পুলিশ সুপারের "SP-কে বলো" প্রচার শুরু করে দিয়েছেন l যে কোনো সমস্যার কথা সরাসরি এসপি-র হোয়াটস্যাপ নম্বরে জানাতে পারবেন জেলাবাসী l চটজলদি সেই সমস্যার সমাধান করবেন খোদ পুলিশ সুপার এস. সেলভামুরুগান l

এই বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, "বিভিন্ন স্কুল কলেজের রাস্তায় স্পিড বাইকে করে যুবকেরা সজোরে বাইক চালিয়ে সকলের নজর কাড়ার চেষ্টা করে বা মেয়েদের দেখলে দ্রুত গতিতে বাইক চালিয়ে স্ট্রিট রোমিওরা নজর কাড়া চেষ্টা করে l এইসব ছেলেদের সায়েস্তা করতে এবার প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় ছদ্মবেশে থাকবে পুলিশের একটি স্পেশাল টিম ৷ সেরকম জোরে বাইক চালালেই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হবে ৷ তার অভিভাবকদের ডেকে সতর্ক করা হবে ৷ ভবিষ্যতে আবার সে যদি দ্রুত গতিতে বাইক চালিয়ে পোজ দেয় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে ৷ " পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্রীরা ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য
Last Updated : Dec 22, 2019, 4:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details