পুরুলিয়া, ১৯ মার্চ : পুরুলিয়ার নিতুড়িয়ার মদনডি গ্রামে অবস্থিত শাকম্ভরি ইস্পাত আয়রন কারখানা। সেখান থেকে নির্গত ধোঁয়ার দূষণ বন্ধের জন্য অনেকবার আবেদন জানিয়েছিল গ্রামবাসীরা। তারপরও সমস্যার সমাধান না হওয়ায় এবার অবস্থান বিক্ষোভ শুরু করল কারখানা সংলগ্ন পাঁচটি গ্রামের প্রায় শতাধিক মহিলা। দূষণ বন্ধের পাশাপাশি কারখানায় স্থানীয় যুবকদের কাজ দেওয়ার দাবিও তোলা হয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণের যন্ত্র ESP চালায় না এই কারখানা। তাই দিন দিন দূষণের পরিমাণ বাড়ছে। বাড়ছে বিভিন্ন রোগও। চাষের জমি দূষণের কবলে পড়ছে। পাশাপাশি তাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দারা কারখানায় কাজ পাচ্ছে না। বাইরে থেকে শ্রমিক আনছে কারখানা কর্তৃপক্ষ।