পুরুলিয়া, 6 সেপ্টেম্বর : বরাবাজারে ফের মাওবাদী পোস্টার ৷ প্রশাসনিক আধিকারিকদের খুনের হুমকি দেওয়া এই পোস্টার উদ্ধারের ঘটনায় এদিন সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ পুলিশ পোস্টারগুলি উদ্ধার করেছে ৷ তদন্তও শুরু হয়েছে ৷
সোমবার সকালে পুরুলিয়ার বরাবাজার থানার মানপুর, তিলাডি, বানজোড়া, শুকুরহুটু এলাকার একাধিক জায়গায় লাল কালিতে লেখা মাওবাদী পোস্টার উদ্ধার হয় । বিদ্যুতের খুঁটি, বাড়ির দেওয়ালে সেগুলি সাঁটানো ছিল ৷ সাদা কাগজের ওপর লাল কালিতে বাংলায় লেখা পোস্টারগুলিতে সিপিআই মাওবাদীর নাম থাকতে দেখা যায় ৷ পোস্টারগুলি উদ্ধার করেছে পুলিশ ।
পোস্টারে ব্লক ভূমি সংস্কার আধিকারিক ও মানবাজার মহকুমা শাসককে খুনের হুমকি দেওয়া হয়েছে । পোস্টারে লেখা রয়েছে, "সাধারণ মানুষকে হেনস্তা করছে, তাই আমাদের আদালতে তারা অপরাধী । মৃত্যুর জন্য তৈরি হও ।" পাশাপাশি গণতন্ত্র বাঁচাতে মাওবাদী দলে যোগ দিতে এবং পুঁজিবাদ দূর করতে সাধারণ মানুষকে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে ওই পোস্টারগুলিতে । দাবি জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কালাকানুন দূর করারও । দেশজুড়ে মাও শাসন প্রতিষ্ঠা করার কথাও বলা হয়েছে ৷