পুরুলিয়া, 2 মে : লোকসভা নির্বাচনের মুখে তৃণমূলে যোগদান করল 50টি পরিবার । ঘটনাটি পুরুলিয়ার 1 নম্বর ব্লকের ডুড়কু অঞ্চলের দামদা গ্রামের ।
পুরুলিয়াতে তৃণমূলে যোগ 50টি পরিবারের - bjp
পুরুলিয়ার 1 নম্বর ব্লকের ডুড়কু অঞ্চলের দামদা গ্রামের BJP, কংগ্রেস ও CPI(M) সমর্থিত 50টি পরিবার গতকাল তৃণমূলে যোগদান করে ।
গতরাতে দামদা গ্রামের BJP, কংগ্রেস ও CPI(M) সমর্থিত 50টি সংখ্যালঘু পরিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করে তৃণমূলে । পুরুলিয়া শহরের রাঁচি রোডে দলীয় কার্যালয়ে তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি শান্তিরাম মাহাত ।
এই বিষয়ে শান্তিরাম মাহাত বলেন, "দামদা গ্রামে বেশিরভাগ সংখ্যালঘু পরিবারের বসবাস থাকলেও তৃণমূল কিছুটা দুর্বল ছিল । কারণ BJP ও অন্যান্য দলের হয়ে কাজ করত এলাকার মানুষ । বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এলাকায় ভালো ফল করতে পারেনি । কিন্তু লোকসভা নির্বাচনের মুখে বিভিন্ন দল থেকে 50টি পরিবার তৃণমূলে যোগদান করায় শক্তিবৃদ্ধি ঘটল তৃণমূলের ।"