নন্দীগ্রাম,3জুলাই : ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়েউঠল নন্দীগ্রাম । আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় নাম না থাকায় গতকাল দুপুর নাগাদনন্দীগ্রাম1ব্লকেরদাউদপুর গ্রাম পঞ্চায়েতকে ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা । অভিযোগ,বিক্ষোভ শেষে ফেরার পথে ভাট পুকুরবাজারের কাছে তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীবাহিনী । যার জেরে জখম হন4জন । পরে নন্দীগ্রাম থানার পুলিশগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।
আমফান ক্ষতিপূরণের দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে বোমাবাজিতে জখম 4 - আমফান
আমফানের আর্থিক অনুদানের তালিকায় নাম না থাকায় নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে ফেরার পথে আক্রান্ত বিক্ষোভকারীরা। বোমাবাজির অভিযোগ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত 4।
সম্প্রতিদাউদপুর গ্রাম পঞ্চায়েতে আমফানে ক্ষতিপূরণে তালিকা প্রকাশিত হয় । এরপরই সেইতালিকায় গরমিল ও স্বজনপোষণের অভিযোগ তোলে এলাকাবাসী । ক্ষতিপূরণের দাবিতে গ্রামপঞ্চায়েত অফিস ঘেরাও করেন তাঁরা । অভিযোগ,বিক্ষোভ শেষে বাড়ি ফেরার পথে ভাটপুকুর বাজারের কাছে তাঁদের ফের পথ আটকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । হঠাৎইঅতর্কিতে গ্রামবাসীদের ওপর রড-লাঠি হকি স্টিক দিয়ে মারধর শুরু করে তারা । পরেবিক্ষোভকারীদের দিকে একের পর এক বোমা ছুড়তে ছুড়তে এলাকা ছাড়া করে দুষ্কৃতীরা ।যার জেরে জখম হন শ্যামল দাস,সুশান্ত মণ্ডল,অশোক বারিক ও গৌরাঙ্গ বারিক সহ বেশকয়েকজন গ্রামবাসী । পরে খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেনন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে । এদের মধ্যে শ্যামল দাসের অবস্থাআশঙ্কাজনক হওয়ায় তাঁকে চন্ডিপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন ।
এবিষয়ে পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলারBJPসহ-সভাপতি প্রলয় পাল বলেন,"গোটানন্দীগ্রাম জুড়ে তৃণমূল ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে যেভাবে প্রতারণা করছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না । আমরা প্রথম থেকেই এই দুর্নীতির প্রতিবাদ করে আসছি ।আর তাতেই সাধারণ মানুষ উজ্জীবিত হয়ে নিজেদের পাওনা আদায়ের লক্ষ্যেস্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছেন ।" যদিও গ্রামবাসীদের ওপর মারধর ও বোমাবাজিরঅভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের নন্দীগ্রাম বিধানসভা কমিটির চেয়ারম্যান মেঘনাথপাল । তিনি বলেন, "সাধারণ মানুষ নয় দাউদপুরেBJP-র লোকেরা পতাকা নিয়ে ডেপুটেশন দিতেগেছিল । আমাদের দলের কর্মী-সমর্থকরা দলীয় পতাকা নিয়ে যেতে বারণ করায় দু'পক্ষ বচসায় জড়িয়ে পড়ে । কোনও মারধরবা বোমাবাজির ঘটনা ঘটেনি ।