তমলুক, 26 ফেব্রুয়ারি : বিজেপির দেওয়াল লিখন মুছে তৃণমূলের দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা তমলুক শহরে। বিজেপি নেতৃত্ব নতুন করে দেওয়াল লিখন করতে গেলে তাদের উপর হামলা চালানোর চেষ্টার অভিযোগ । ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের।
বিজেপির তরফে জানানো হয়েছে, কয়েকমাস আগে থেকে এলাকার মানুষের কাছ থেকে সম্মতি নিয়ে তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখনের জন্য দেওয়ালগুলিকে নিয়ে রাখে বিজেপি নেতৃত্ব। গত পরশু ও গতকাল রাতে 16 নম্বর ওয়ার্ডে সমস্ত বিজেপির লেখা দেওয়ালগুলি মুছে তৃণমূলের লিখে দেওয়া হয়। এমনই অভিযোগ বিজেপির। এমনকী, নতুন করে চুন বুলিয়ে খেলা হবে লেখা হয়। দেওয়াল মালিকদেরও ভয় দেখানো হয় বলেও অভিযোগ।