পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেউলিয়ায় নাবালিকার মৃত্যুকে ঘিরে উত্তেজনা, নামল RAF

কোলাঘাটের দেউলিয়ায় দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালিকার। ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে।

ঘটনাস্থানের ছবি

By

Published : Apr 5, 2019, 12:50 PM IST

Updated : Apr 5, 2019, 1:50 PM IST

কোলাঘাট, 5 এপ্রিল : ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল একটি সুইফট গাড়ি। ঘটনাস্থানেই মৃত্যু হয় এক নাবালিকার। তার নাম তানিশা মুখার্জি(12)। বাড়ি গড়ফা থানার মুকুন্দপুরে। আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোলাঘাটের দেউলিয়া বাজার এলাকা। জাতীয় সড়ক অবরোধ করে ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে।

আজ সকাল 9টা নাগাদ 6 নম্বর জাতীয় সড়কের দেউলিয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের জন্য একটি কন্টেনার থামায় সিভিক ভলান্টিয়ররা। তার পিছনেই ছিল একটি বাস, একটি সুইফট গাড়ি ও একটি ট্রাক। দ্রুত গতিতে আসা ট্রাকটি সুইফট গাড়িটির পিছনে ধাক্কা মারে। আচমকা ধাক্কায় গাড়িটি সামনে থাকা বাসের পিছনে ঢুকে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। এদিকে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কন্টেনারে ধাক্কা মারে। এক নাবালিকার ঘটনাস্থানেই মৃত্যু হয়। চারজনকে উদ্ধার করে স্থানীয়রা। তাদের তমলুক জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে।

দেখুন ঘটনাস্থানের ভিডিয়ো

এদিকে, দুর্ঘটনার পরই উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ঘরিয়ে দেয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। কোলাঘাট ও পাঁশকুড়া থানার পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বাধে। পরে পুলিশ অবরোধ তুলে দেয়।

স্থানীয়দের অভিযোগ, দেউলিয়া বাজার অত্যন্ত ব্যস্ত এলাকা। অবিলম্বে এখানে ফ্লাইওভার ও সাবওয়ে নির্মাণ করা প্রয়োজন। তা না হওয়ায় বার বার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। প্রশাসন একাধিকবার অশ্বাস দেওয়া সত্ত্বেও সমাধান মেলেনি।

SDPO সব্যসাচী সেনগুপ্ত বলেন, "পথদুর্ঘটনায় এক নাবালিকার মৃত্যু হয়েছে। চারজন জখম হয়েছেন। অবরোধ তুলে দেওয়া হয়েছে। লাঠিচার্জের অভিযোগ ঠিক নয়।"

Last Updated : Apr 5, 2019, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details