তমলুক, 12 জুন : অশান্তির আশঙ্কা করে হাওড়া যেতে নিষেধ করে পুলিশের তরফ থেকে ধরানো হয়েছিল নোটিশ । সেই নোটিশকে উপেক্ষা করেই হাওড়ার দিকে রওনা হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Police stop Suvendu Adhikari convoy)। রবিবার অর্থাৎ এদিন সকালে শুভেন্দু অধিকারী তাঁর নিজ বাসভবন 'শান্তিকুঞ্জ' থেকে বেরিয়ে সোজা চলে যান ময়নার বিধায়ক অশোক দিন্দার বাড়িতে । তারপর ওখান থেকেই হাওড়ার দিকে রওনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
শনিবার থেকেই শুভেন্দু অধিকারীর বাড়ি ঘরে ফেলা হয় । রবিবার হাওড়া যাওয়ার কথা ছিল তাঁর ৷ সেই মতো তাঁকে নোটিসও ধরানো হয় যে আদালতের নিষেধাজ্ঞা আছে হাওড়া যাওয়ার ৷ কারণ পাঁচলায় 144 ধারা জারি আছে ৷ শুভেন্দু অধিকারী তা উপেক্ষা করে এদিন দুপুরে যখন হাওড়ার দিকে রওনা দিয়েছিল তমলুক থানার রাধামনি মোড়ে তাঁর কনভয় আটকে দেয় জেলা পুলিশ । পুলিশ প্রশাসনের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী-সহ বিজেপির নেতা কর্মীরা । চলে তুমুল গন্ডগোল । প্রায় ঘন্টাদু'য়েক বাদানুবাদের পর শুভেন্দু অধিকারীকে ছাড়া হলে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন । কোলাঘাট হয়ে কলকাতা যাওয়ার অনুমতি দেওয়া হয় বিরোধী দলনেতাকে (Police allowed Suvendu Adhikari to go to Kolkata after two hours) ।