পাঁশকুড়া, 17 সেপ্টেম্বর : ইমারত সামগ্রীর একটি গোডাউনে মজুত দুটি ইলেকট্রনিক সার্কিটের জেরে বোমাতঙ্ক পাঁশকুড়ায়। ঘটনাস্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ, দমকল ৷ খালি করা হয়েছে এলাকাটিকে ৷ আজ সকালে ঘোষপুর অঞ্চলের সেরহাটি বাজারে ইমারতি দোকানের গোডাউনে ওই দুটি সার্কিট দেখতে পাওয়া যায় । স্থানীয়দের অনুমান এই সার্কিটগুলি বোমা বানানোর কাজে ব্যবহার হয় ৷ তারপরই ওই এলাকায় ছড়িয়ে পড়ে বোমাতঙ্কের খবর ৷ ওই গোডাউনের মালিক বিষয়টি পাঁশকুড়া থানার জানান ৷ তারপরই ওই দোকান চত্বর ঘিরে ফেলে পুলিশ । তবে এখনও পর্যন্ত সার্কিট দুটি নিয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ সার্কিট দুটি পরীক্ষা করে দেখছেন বম স্কোয়াডের আধিকারিকেরা ৷ মোতায়েন করা হয়েছে পুলিশ কুকুর ৷
পাঁশকুড়ায় গোডাউনে বোমাতঙ্ক
দোকানের মালিক কার্তিক গাঁতাইতের ফোনে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে । এবং তাঁকে জানানো হয় দোকানে বোমা রাখা আছে ৷ এরপরই পাঁশকুড়া থানার দ্বারস্থ হন কার্তিক ৷
সেরহাটি বাজারে ওই ইমারত সামগ্রীর দোকানের মালিকের নাম কার্তিক গাঁতাইত ৷ পাঁশকুড়া শহর থেকে সেরহাটি বাজারের দূরত্ব প্রায় প্রায় 7 কিলোমিটার ৷ আজ বিশ্বকর্মা পুজো থাকায় সকাল থেকে দোকানে তেমন ভিড় ছিল না ৷ তবে আজ ওই সময় দোকানে ছিলেন কার্তিকবাবুর ছেলে রজত গাঁতাইত ৷ তখনই পাশের গ্রামের এক যুবক দোকানে এসে অনেক টাকার দ্রব্য সামগ্রীর অর্ডার দেয় ৷ অর্ডার অনুযায়ী দ্রব্য দোকানে মজুত না থাকায় পাশেই গোডাউনে সেই দ্রব্য আনতে যায় ওই দোকানের কর্মী ৷ তারপর সেই দ্রব্য নিয়ে চলে যায় ওই যুবক ৷ এই ঘটনার প্রায় আধঘণ্টা পরে ওই দোকানের মালিক কার্তিক গাঁতাইতের ফোনে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে । এবং তাঁকে জানানো হয় দোকানে বোমা লাগানো হয়েছে ৷ রজতকেও ফোন করে একই কথা জানানো হয় ৷
এরপরই পাঁশকুড়া থানার দ্বারস্থ হন কার্তিক ও রজত ৷ খবর দেওয়া হয় তমলুক মহকুমা পুলিশে ৷ তমলুকের মহকুমা পুলিশের আধিকারিক অতীশ বিশ্বাসের নেতৃত্বে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ, দমকল ৷ প্রায় 150 মিটার এলাকা খালি করা হয় ৷ ঘটনাস্থানে এসেছে বম স্কোয়াড, পুলিশ কুকুর। দোকান মালিক কার্তিক গাঁতাইতের অনুমান, ওই যুবকের অর্ডার অনুযায়ী গোডাউন থেকে জিনিস আনার সময় কেউ বা কারা ওই সার্কিট দুটিকে গোডাউনে রেখে আসে ৷ পুলিশ ইতিমধ্যেই সকালে দোকানে দ্রব্য সামগ্রী কিনতে আসা ওই যুবককে আটক করেছে। তবে ওই সার্কিটের সঙ্গে আদৌ বোমার যোগ রয়েছে কি না তা এখনও জানা যায়নি ৷