ভগবানপুর, 5 মার্চ : কোরোনা আক্রান্ত সন্দেহে ভগবানপুরের বনমালীপুরের এক ব্যক্তিকে ভরতি করা হল বেলেঘাটা আইডি হাসপাতালে ৷ ওই ব্যক্তি ব্যবসায়িক কারণে সম্প্রতি ইন্দোনেশিয়া গিয়েছিলেন ।
কোরোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভরতি ভগবানপুরের বাসিন্দা - পূর্ব মেদিনীপুর
সম্প্রতি ইন্দোনেশিয়া গিয়েছিলেন ভগবানপুরের এক বাসিন্দা । বাড়ি ফেরার পর থেকে জ্বরে ভুগছিলেন । আর আজ কোরোনা সন্দেহে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয় ।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ দুপুর নাগাদ বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে ভরতি করা হয় । ভগবানপুরের ওই বাসিন্দা রড ও সিমেন্টের ডিলার । সম্প্রতি ব্যবসায়িক কারণে ইন্দোনেশিয়া গিয়েছিলেন । 24 ফেব্রুয়ারি বাড়ি ফেরেন ৷ তারপর থেকেই জ্বরে ভুগছিলেন তিনি । স্থানীয় চিকিৎসকের কাছে গেলে তিনি সন্দেহ প্রকাশ করেন । সংশ্লিষ্ট চিকিৎসক স্বাস্থ্য দপ্তরে খবর দিলে নড়েচড়ে বসে প্রশাসন । এরপর দুপুর নাগাদ ব্লক প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ওই ব্যক্তিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয় ।
এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, ‘‘স্থানীয়দের পক্ষ থেকে খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে । আতঙ্কের কিছু নেই । জেলা স্বাস্থ্য দপ্তর সবসময় সচেতন রয়েছে । ওই ব্যক্তির পরিবারের অন্য সদস্যদের শারীরিক পরীক্ষা করানো হবে ।’’