কলকাতা, 6 ফেব্রুয়ারি: বঙ্গসফরের আগে বাংলায় টুইট প্রধানমন্ত্রীর৷ আগামীকাল একদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদি৷ কলাইকুণ্ডা থেকে হলদিয়া শিল্পাঞ্চল এবং মেদিনীপুর হয়ে ফের কলাইকুণ্ডা থেকেই দিল্লি রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর৷ তার আগের সন্ধ্য়ায় নিজের টুইটার হ্য়ান্ডেলে রবিবারের কর্মসূচির বিস্তারিত বিবরণ দিলেন তিনি৷ বাংলায় করা একের পর এক টুইটে জানানো হয়েছে, রবিবার কোথায় কী, কী করবেন তিনি৷
একটি টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, রবিবার হলদিয়ায় থাকবেন তিনি৷ সেখানে একটি অনুষ্ঠানে জনসাধারণের জন্য একটি টানেল উৎসর্গ করবেন তিনি৷ এছাড়া, ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্য়াস লাইনটিও জাতির উদ্দেশে উৎসর্গ করার কথা বলেছেন নরেন্দ্র মোদি৷ সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলির ছবিও পোস্ট করেছেন তিনি৷