পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Medical College Building : তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ নির্মাণের কাজ পরিদর্শনে মন্ত্রী - পূর্ণেন্দুকুমার মাজি

পূর্ব মেদিনীপুর জেলায় মেডিক্যাল কলেজ তৈরির পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর ৷ সেই অনুযায়ী তমলুকে পুরোনো জেলাশাসকের অফিস বিল্ডিংয়ে প্রস্তাবিত কলেজ নির্মাণের কাজ ঘুরে দেখলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র-সহ 5 সদস্যের একটি প্রতিনিধিদল ৷ তাঁরা আশ্বস্ত করেছেন, দ্রুততার সঙ্গে কাজ শেষ করার চেষ্টা হচ্ছে ৷

চলছে মেডিক্যাল কলেজ তৈরির কাজ
চলছে মেডিক্যাল কলেজ তৈরির কাজ

By

Published : Jul 31, 2021, 3:15 PM IST

তমলুক, 31 জুলাই : তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের কাজ সম্পূর্ণ করতে পুরোনো জেলাশাসকের বিল্ডিং ঘুরে দেখলেন তমলুকের বিধায়ক ও রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ৷ গতকাল বিকেলে এই পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজি, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, তমলুক জেলা হাসপাতালের সুপার ভাস্কর বৈষ্ণব, এনআরএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মণিময় মুখোপাধ্যায়-সহ 5 সদস্যের প্রতিনিধিদল ৷

মুখ্যমন্ত্রীর নির্দেশে 2019-এ শুরু হয়েছিল তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ বিল্ডিং নির্মাণের কাজ । গত নভেম্বরের মধ্যে তা শেষ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি-সহ নানাবিধ কারণে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করা সম্ভব হয়নি । কিন্তু 2022 থেকে মেডিক্যাল কলেজে পঠনপাঠন শুরুর লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার । সেই অনুযায়ী 100টি আসনের এই মেডিক্যাল কলেজের জন্য 244টি পদও তৈরি করেছে রাজ্য ।

মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজ দ্রুত শেষ করতে জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে শুক্রবার বৈঠক করেন রাজ্য স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য । মেডিক্যাল কলেজের বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ না হওয়ায় রাজ্যের তরফে কলেজের জন্য বিকল্প বিল্ডিং খোঁজার নির্দেশ দেওয়া হয়েছিল জেলা প্রশাসনকে । সেইমতো জেলা প্রশাসন তমলুকে পুরোনো জেলাশাসকের বিল্ডিংটি বিকল্প হিসেবে বেছে নিয়েছে ।

আরও পড়ুন : Durgapur Barrage : দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল, 3 জেলায় বন্যার আশঙ্কা

বৈঠকের শেষে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, "এটা খুবই আনন্দের খবর ৷ মুখ্যমন্ত্রী জেলায় মেডিক্যাল কলেজ নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছিলেন । ক্যাবিনেট মিটিংয়ে তার নামকরণ করা হয়েছে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ । সে জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ ।"

স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য বলেন, "মেডিক্যাল কলেজের পঠনপাঠন শুরুর লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগ ভীষণ প্ৰশংসনীয় । কেন্দ্রীয় সরকারের পরিদর্শনের পর আগামী শিক্ষাবর্ষেই মেডিক্যাল কলেজ চালুর লক্ষ্য রয়েছে আমাদের ।"

জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, এটা পুরনো ডিএম অফিস ছিল ৷ এখানে মেডিক্যাল কলেজের জন্য যথেষ্ট জায়গা আছে কি না, সেটা দেখতেই অন্য কলেজের অধ্যক্ষ-সহ মন্ত্রী, আধিকারিকেরা এই পরিদর্শনে এসেছেন ৷ ইতিমধ্যে বিল্ডিং তৈরির কাজ চলছে ৷ আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে কাজ শেষ করে যাতে আগামী শিক্ষাবর্ষে পঠনপাঠন শুরু করা যায়, তার জন্য দ্রুত কাজ শেষের চেষ্টা চলছে ৷ লকডাউন, করোনা বিধিনিষেধের জন্য কাজ থমকে গেলেও তিনি আশা করছেন, আগামী বছর নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে মেডিক্যাল কলেজ বিল্ডিং ৷

ABOUT THE AUTHOR

...view details