মারিশদা, 24 অগস্ট: একদিকে মারিশদা থানার ওসি বদল । অন্যদিকে শুভেন্দু অধিকারীর কনভয়ের বারবার দুর্ঘটনা ৷ রাজনৈতিক মহলের ধারণা, একাধিকবার মারিশদা থানা এলাকায় দুর্ঘটনায় পড়েছে বিরোধী দলনেতার কনভয় (Suvendu Adhikari Convoy hit by speeding Lorry)। তাই মারিশদা থানার ওসি রদবদল । যদিও এটা রুটিন বদলি বলেই দাবি পুলিশের (Marishda Police Station) ।
তবে শুধু মারিশদা থানা নয়, একাধিক থানাতেই রদবদল হয়েছে । জেলা পুলিশ সূত্রে পাওয়া বদলির নির্দেশিকা অনুযায়ী, মারিশদা থানা থেকে ওসি রাজু কুণ্ডুকে পাঠানো হয়েছে পটাশপুরের ওসির পদে ৷ আর মারিশদা থানার নতুন ওসি হয়েছেন কাঁথি থানার এসআই সৌমেন গুহ ৷ অন্যদিকে পটাসপুরের ওসি দীপক চক্রবর্তীকে পাঠানো হয়েছে দিঘা মোহনা থানায় । দিঘা মোহনার ওসি অমিত দেবকে পাঠানো হয়েছে খেজুরিতে । ওসি খেজুরি কামর্ হাসনকে কাঁথি থানায় পাঠানো হয়েছে ৷