পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

OC Marishda PS Transferred বারবার দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়, বদলি মারিশদা থানার ওসি - Suvendu Adhikari Convoy hit by speeding Lorry

একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে শুভেন্দু অধিকারীর কনভয় ৷ তারপরেই ওসি বদল হল মারিশদা থানার ৷ যদিও এই বদলি রুটিন বলেই দাবি পুলিশের (Marishda Police Station) ৷ তবে রাজনৈতিক মহলের মতে, বিধানসভার বিরোধী দলনেতার কনভয় দুর্ঘটনার মধ্যে পড়াতেই ওসি বদল (Suvendu Adhikari Convoy hit by speeding Lorry) ৷

OC Changed in Marisda Police Station
একাধিকবার দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়

By

Published : Aug 24, 2022, 9:46 AM IST

Updated : Aug 24, 2022, 10:30 AM IST

মারিশদা, 24 অগস্ট: একদিকে মারিশদা থানার ওসি বদল । অন্যদিকে শুভেন্দু অধিকারীর কনভয়ের বারবার দুর্ঘটনা ৷ রাজনৈতিক মহলের ধারণা, একাধিকবার মারিশদা থানা এলাকায় দুর্ঘটনায় পড়েছে বিরোধী দলনেতার কনভয় (Suvendu Adhikari Convoy hit by speeding Lorry)। তাই মারিশদা থানার ওসি রদবদল । যদিও এটা রুটিন বদলি বলেই দাবি পুলিশের (Marishda Police Station) ।

ওসি বদলের তালিকা

তবে শুধু মারিশদা থানা নয়, একাধিক থানাতেই রদবদল হয়েছে । জেলা পুলিশ সূত্রে পাওয়া বদলির নির্দেশিকা অনুযায়ী, মারিশদা থানা থেকে ওসি রাজু কুণ্ডুকে পাঠানো হয়েছে পটাশপুরের ওসির পদে ৷ আর মারিশদা থানার নতুন ওসি হয়েছেন কাঁথি থানার এসআই সৌমেন গুহ ৷ অন্যদিকে পটাসপুরের ওসি দীপক চক্রবর্তীকে পাঠানো হয়েছে দিঘা মোহনা থানায় । দিঘা মোহনার ওসি অমিত দেবকে পাঠানো হয়েছে খেজুরিতে । ওসি খেজুরি কামর্ হাসনকে কাঁথি থানায় পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন : শুভেন্দুর জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে গা জোয়ারি না করার নির্দেশ অভিষেকের

গত পরশু মারিশদা থানার বেতালিয়ায় কাঁথি থেকে কলকাতা যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর কনভয়ের সঙ্গে লরির সংঘর্ষ হয় (Suvendu Adhikari) । রথের দিনও এই থানা এলাকাতেই দুরমুঠের (হেনা পাম্পের ) সামনে শুভেন্দুর কনভয় দুর্ঘটনার কবলে পড়ে ৷ দু'বারই বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন অধিকারী বাড়ির মেজ ছেলে ৷

Last Updated : Aug 24, 2022, 10:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details