পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lightning death : বজ্রাঘাতে কাকা-ভাইপো-সহ তিনজনের মৃত্যু, জখম মহিলা - বজ্রাঘাতে মৃত 2

আজ সকালে মাঠ থেকে ধানের চারা তুলে ভ্যানে করে তা রোপণের জন্য নিয়ে যাচ্ছিলেন সোনাচূড়ার বাসিন্দা মানস জানা ও কৃষ্ণকান্ত জানা । এই দুই যুবক সম্পর্কে কাকা-ভাইপো । সত্যেন্দ্রনাথ জানা (55) ৷ বাড়ি রামনগর থানার মৌতনা গ্রামে ৷

lightning-strike-kills-2-in-purba-mednipur
বজ্রাঘাতে কাকা-ভাইপোর মৃত্যু, আহত এক মহিলা

By

Published : Aug 7, 2021, 8:06 PM IST

Updated : Aug 7, 2021, 9:04 PM IST

নন্দীগ্রাম, 7 অগস্ট : সকাল থেকে আকাশের মুখ ভার ছিল । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় দমকা বৃষ্টি ৷ বাজ পড়ে । আর সেই সময় মাঠে চাষের কাজে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল কাকা ও ভাইপোর । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানার সোনাচূড়া এলাকার । মৃতরা হল মানস জানা (28) ও কৃষ্ণকান্ত জানা (26)। এছাড়াও এক মহিলা সীতা বর (40) জখম হয়েছেন । পাশাপাশি সত্যেন্দ্রনাথ জানা (55) নামে আর আক ব্যক্তিরও বাজ পড়ে মৃত্যু হয় ৷ তাঁর বাড়ি রামনগর থানার মৌতনা গ্রামে ৷


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে মাঠ থেকে ধানের চারা তুলে ভ্যানে করে তা রোপণের জন্য নিয়ে যাচ্ছিলেন সোনাচূড়ার বাসিন্দা মানস জানা ও কৃষ্ণকান্ত জানা । এই দুই যুবক সম্পর্কে কাকা-ভাইপো । ফাঁকা রাস্তায় আচমকা বৃষ্টি শুরু হয় । এরই মাঝে কিছু বুঝে ওঠার আগেই করে বাজ পড়তে শুরু করে । তড়িঘড়ি করে দু’জন সুরক্ষিত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করলেও তা আর হয়ে ওঠেনি ।

এই সংক্রান্ত খবর: নলহাটিতে বজ্রাঘাতে মৃত 3


রাস্তাতেই তাঁদের উপর বাজ পড়ে। ঘটনাস্থলেই দু’জন লুটিয়ে পড়েন মাটিতে । সেখানেই রাস্তার পাশে সামান্য দূরে জমির ঘাস তুলছিলেন সীতা বর । তিনিও বাজের আঘাতে জখম হন । ঘটনাটি দেখতে পেয়েই স্থানীয়রা এসে তিনজনকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ৷ কিছুক্ষণ পর সেখানেই দু'জনের মৃত্যু হয় ।

Last Updated : Aug 7, 2021, 9:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details