রামনগর, 21 ডিসেম্বর : পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে তৃণমূল কংগ্রেস শাসিত সরকার বিদায়ের ডাক দিলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । যোগদান মেলা কর্মসূচি থেকে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস শেষ হয়ে গেছে । দল এখন ভাইপোর হাতে । চাল চোর সরকার, আর নেই দরকার ।"
যোগদান মেলা থেকে তৃণমূলকে চোর বলে কটাক্ষ কৈলাসের - তৃণমূল কংগ্রেস
রামনগরের যোগদান মেলা কর্মসূচি থেকে আজ কৈলস বিজয়বর্গীয় বলেন, " আজ তৃণমূল দলটা মমতাজীর নয় ,মুকুল রায়ের নয়,আজ তৃণমূল শুভেন্দু অধিকারীরও নয় । Tmc-কে টাটা বাই বাই করেছে । কোনও আত্মসন্মান যুক্ত মানুষ তৃণমূলে থাকতে পারে না ।"
এই যোগদান মেলায় BJP-তে অনেকেই যোগদান করেন । সেখানে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায় , সব্যসাচী দত্ত, স্বপন দাস গুপ্ত, সহ আরও অনেকেই । সভা থেকে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, " প্রধানমন্ত্রী গরিবদের জন্যে বিনা পয়সায় চাল দিয়েছেন । প্রাকৃতিক দুর্যোগের জন্যে হাজার কোটি টাকা সাহায্য দিয়েছেন । কিন্তু সেই হাজার কোটি টাকা কোথায় গেছে কেউ জানেনা । এই চালচোর সরকার , দুর্যোগের টাকাও খেয়ে নেয় ।" তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আপনার আত্মবিশ্বাস শেষ হয়ে গিয়েছে । পুরো তৃণমূল দলটাকে প্রশান্ত কিশোরের কম্পানির কাছে দিয়ে দিয়েছেন । আজ তৃণমূল দলটা মমতাজীর নয় ,মুকুল রায়ের নয়,আজ তৃণমূল শুভেন্দু অধিকারীরও নয় । Tmc-কে টাটা বাই বাই করেছে । কোনও আত্মসন্মান যুক্ত মানুষ তৃণমূলে থাকতে পারে না । তৃণমূলের নিয়ন্ত্রণ ভাইপোর হাতে চলে গিয়েছে । গোরু পাচারের পয়সা, কয়লা চুরির পয়সা, ভাইপোর কাছে যাচ্ছে ৷ "
দিনকয়েক আগেই রামনগরে মেগা শো করেছিলেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী । সেই সভার রেশ না কাটতেই 21 নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের রেল মাঠে BJP-র তরফে যোগদান মেলা অনুষ্ঠিত হয় ৷