পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Income Tax Raid : হলদিয়ায় তৃণমূল নেতার বাড়িতে আয়কর দফতরের হানা - Haldia

হলদিয়ায় লক্ষ্মণ শেঠের ডানহাত অধুনা তৃণমূল নেতা মোজাফফর আহমেদের বাড়িতে রেড করল আয়কর দফতর ৷ তবে তৃণমূল নেতা জানান, তিনি এবিষয়ে কিছুই জানেন না ৷ এর পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে তাঁর দাবি ৷

Income Tax Raid
হলদিয়ায় তৃণমূল নেতার বাড়িতে আয়কর দফতরের হানা

By

Published : Oct 27, 2021, 10:53 PM IST

হলদিয়া, 27 অক্টোবর :দাপুটে তৃণমূল নেতা বাড়িতে আয়কর দফতরের হানা ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী শহর হলদিয়াতে । এক সময়ের হলদিয়ার বেতাজ বাদশা লক্ষ্মণ শেঠের ডানহাত ছিলেন অধুনা দাপুটে তৃণমূল নেতা মোজাফফর আহমেদ । বুধবার তাঁর বাড়িতেই রেড করে আয়কর দফতর ৷ তবে তিনি বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে জানান তৃণমূল নেতা ৷ তবে এর পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তাঁর ৷ সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, শুভেন্দুই এসব করিয়েছেন ৷

মোজাফফর আহমেদ লক্ষ্মণ শেঠের হাত ধরে শিল্পনগরী শহর হলদিয়াতে রমরমা ব্যবসা করতেন । রাজ্যের পালাবদল হবার পর এই সিপিএম নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগদান করেন তৃণমূলে । তারপর শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে যান । তারপর মোজাফফর আহমেদের ছেলে আজগর আলি হলদিয়া শিল্প শহরে তৃণমূলের যুব নেতা হিসাবে পরিচিত হন । এমনকি হলদিয়া পৌরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিলও রয়েছেন । বুধবার তাঁদের বাড়িতেই হানা দিন 12 জন আয়কর দফতরের আধিকারিক হানা দেন ।

গোটা ঘটনার পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে দাবি তৃণমূল নেতা মোজাফফর আহমেদের

জানা গিয়েছে, একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত হলদিয়ার নেতা আজগর আলি । তাই এদিন আয়কর দফতরের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে হলদিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের তালপুকুরের বাড়িতে হানা দেয় । তবে মোজাফফর আহমেদ বলেন, "আমি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নই ৷ এটা শুভেন্দু অধিকারীর চক্রান্ত ৷ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইসব ঘটাচ্ছে ।"

আরও পড়ুন : Attempt to murder: হাওড়ায় আইনজীবীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার 2

ABOUT THE AUTHOR

...view details