দিঘা, 3 মার্চ : মৎসজীবীদের জালে উঠল চিল শংকর মাছ ৷ ওজন? প্রায় 900 কেজি ৷ আর এই মাছ দেখতেই ভিড় জমল দিঘাতে ৷ এত বড় মাছ এর আগে দিঘাতে কখনও মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে বলে মনে করতে পারছেন না স্থানীয়রা ৷
মৎস্যজীবীরা জানিয়েছেন, 1 মার্চ কাঁথির শৌলায় আলআমিন-3 নামের ট্রলারের মৎস্যজীবীদের জালে এই বিশালাকায় মাছটি ধরা পড়ে । যে ট্রলারে মাছটি ধরা হয়েছে তার মালিক কাঁথির বাসিন্দা জা়হেরুন বিবি । সোমবার মাছটিকে দিঘা মোহনায় কালিপদ শ্যামলের কাঁটায় বিক্রি করা হয় । মৎস্যজীবীদের দাবি, এর আগে এত বড় চিল শংকর মাছ দিঘা মোহনার বাজারে ওঠেনি । ভারতের বাজারের পাশাপাশি বিদেশের বাজারেও এই মাছের চাহিদা রয়েছে ।