পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

900 কেজির মাছ ! - 900 কেজির মাছ

দিঘায় উঠল 900 কেজি ওজনের চিল শংকর ৷ আর তা দেখতেই ভিড় জমল দীঘার মোহনায় ৷

Digha
900 কেজির মাছ

By

Published : Mar 3, 2020, 12:58 PM IST

দিঘা, 3 মার্চ : মৎসজীবীদের জালে উঠল চিল শংকর মাছ ৷ ওজন? প্রায় 900 কেজি ৷ আর এই মাছ দেখতেই ভিড় জমল দিঘাতে ৷ এত বড় মাছ এর আগে দিঘাতে কখনও মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে বলে মনে করতে পারছেন না স্থানীয়রা ৷

মৎস্যজীবীরা জানিয়েছেন, 1 মার্চ কাঁথির শৌলায় আলআমিন-3 নামের ট্রলারের মৎস্যজীবীদের জালে এই বিশালাকায় মাছটি ধরা পড়ে । যে ট্রলারে মাছটি ধরা হয়েছে তার মালিক কাঁথির বাসিন্দা জা়হেরুন বিবি । সোমবার মাছটিকে দিঘা মোহনায় কালিপদ শ্যামলের কাঁটায় বিক্রি করা হয় । মৎস্যজীবীদের দাবি, এর আগে এত বড় চিল শংকর মাছ দিঘা মোহনার বাজারে ওঠেনি । ভারতের বাজারের পাশাপাশি বিদেশের বাজারেও এই মাছের চাহিদা রয়েছে ।

এই খবর প্রকাশ্যে আসতেই বিরল প্রজাতির মাছ দেখতে উপচে পড়েছে ভিড় ৷ এত বড় মাছ চাক্ষুষ করার লোভ সামলাতে পারেননি পর্যটক থেকে পথচলতি মানুষ কেউই ।

দিঘা-শংকরপুর মৎস ব্যবসায়ী সংগঠনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, "এই প্রজাতির মাছ গভীর সমুদ্রে থাকে । এর আগে আমাদের এখানে অনেকবার ছোটো ছোটো চিল শংকর উঠেছিল । কিন্তু এতবড় মাছ এখনও পর্যন্ত ওঠেনি ।"

ABOUT THE AUTHOR

...view details