কাঁথি, 21 নভেম্বর : পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক মহিষাগোট বাসস্ট্যাণ্ডের কাছে একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাস্তা অবরোধ (Road Block at East Medinipur) ৷ অবরোধ তুলতে গিয়ে আহত হন বেশ কয়েকজন পুলিশ ৷ এই ঘটনায় রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে কাঁথি থানার পুলিশ পাঁচজনকে আটক করে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পীযূষ মাইতি নামে এক ব্যক্তি শনিবার বেলার দিকে মহিষাগোটে বাজার করতে আসার সময় একটি সরকারি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্টেট বাসটি ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে ওই ব্যক্তিকে । যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে জমায়েত হতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা । তারপর দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা । ফলে জাতীয় সড়কের চারদিকে যানজট জমে যায় । হয়রানির শিকার হন বহু নিত্যযাত্রী থেকে পর্যটকরা ।
আরও পড়ুন :Agitation in School : স্কুল খুলতেই নতুন বিল্ডিংয়ের দাবিতে বিক্ষোভ খেজুরিতে