পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঁথিতে বিরোধীশূন্য পৌরসভা গঠন করবে BJP: সায়ন্তন বসু - Sayantan Bose

সোমবার পূর্ব মেদিনীপুরের কাঁথির মেচেদা বাইপাসে BJP-এর পক্ষ থেকে চায়ে পে চর্চার আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP-এর রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷

sayantan-bose
সায়ন্তন বসু

By

Published : Feb 24, 2020, 2:16 PM IST

কাঁথি, 24 ফেব্রুয়ারি: এবার কাঁথি পৌরসভায় 21 বিরোধীশূন্যের ডাক দিলেন রাজ্যে BJP-এর সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ সোমবার পূর্ব মেদিনীপুরের কাঁথির মেচেদা বাইপাসে BJP-এর পক্ষ থেকে চায়ে পে চর্চার আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP-এর রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ BJP-এর কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী সহ আরও অনেকেও ছিলেন অনুষ্ঠানে ।

চায়ে পে চর্চা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তন বসু বলেন, "চায়ে পে চর্চা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে ৷ কারণ উনি চা-ওয়ালা প্রধানমন্ত্রী ।" সামনেই কাঁথি পুরসভার ভোট । সেই প্রসঙ্গে তিনি বলেন, "এতদিন বিরোধীশূন্য হয়ে এসেছে কাঁথি পুরসভা । এবারও তাই হবে । শুধু ফারাক একটি জায়গায় ৷ আগে বিরোধীশূন্য পুরসভা তৃণমূল গঠন করে ছিল । এবার বিরোধীশূন্য বিজেপি পৌরসভা গঠন করবে ।"

পাশাপাশি হলদিয়াতে দুই মহিলাকে পুড়িয়ে মারার ঘটনা নিয়েও মুখ খোলেন তিনি ৷ সায়ন্তন বসুর কথায়, "এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার তার করেছে ৷ তার মধ্যে একজন শাসক দলের মদতপুষ্ট কন্ট্রাক্টর । তার জন্য আমি পুলিশকে ধন্যবাদ জানাই । তৃণমূলের লোকজন এখন ওই কন্ট্রাক্টরকে বাঁচানোর চেষ্টা করছে ৷ অন্য রাজ্যে কিছু ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রীর বিবৃতি পাওয়া যায় । কিন্তু এই রাজ্যে কিছু ঘটলে তিনি মুখে কুলুপ আঁটেন ।"

এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের তৃণমূলের জেলা সম্পাদক ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, "এই বিষয়ে আমি কিছু বলব না । আসলে ও পাগল হয়ে গেছে তাই এই সব বলছে ।"

কাঁথি পুরসভায় 21 বিরোধীশূন্যের ডাক দিলেন রাজ্যে BJP-এর সাধারণ সম্পাদক সায়ন্তন বসু

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details