কাঁথি, 24 ফেব্রুয়ারি: এবার কাঁথি পৌরসভায় 21 বিরোধীশূন্যের ডাক দিলেন রাজ্যে BJP-এর সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ সোমবার পূর্ব মেদিনীপুরের কাঁথির মেচেদা বাইপাসে BJP-এর পক্ষ থেকে চায়ে পে চর্চার আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP-এর রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ BJP-এর কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী সহ আরও অনেকেও ছিলেন অনুষ্ঠানে ।
চায়ে পে চর্চা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তন বসু বলেন, "চায়ে পে চর্চা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে ৷ কারণ উনি চা-ওয়ালা প্রধানমন্ত্রী ।" সামনেই কাঁথি পুরসভার ভোট । সেই প্রসঙ্গে তিনি বলেন, "এতদিন বিরোধীশূন্য হয়ে এসেছে কাঁথি পুরসভা । এবারও তাই হবে । শুধু ফারাক একটি জায়গায় ৷ আগে বিরোধীশূন্য পুরসভা তৃণমূল গঠন করে ছিল । এবার বিরোধীশূন্য বিজেপি পৌরসভা গঠন করবে ।"