পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash: প্রধানের বিরুদ্ধে অনাস্থা, প্রতিবাদে পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ - allegation of bombing on panchayat member house

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ (TMC Inner Clash) ৷ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের একাংশের ৷ তারপরেই ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা ফেলে হামলার অভিযোগ প্রধানের বিরুদ্ধে ৷

Bombing on Panchayat pradhan House
প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ

By

Published : Jan 20, 2023, 8:57 PM IST

Updated : Jan 20, 2023, 11:07 PM IST

এগরা, 20 জানুয়ারি: গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে পঞ্চায়েত প্রধানের রোষের মুখে তৃণমূলের একাংশ (allegation of bombing on panchayat member house) ৷ অন্ধকারে অনাস্থা আনা মেম্বারের বাড়িতে বোমা হামলার অভিযোগ প্রধানের বিরুদ্ধে । বৃহস্পতিবার রাতে ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা ৷ আহত অঞ্চলের সদস্য উত্তম কুমার জানার মা এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷

গত পরশু বিডিও কাছে অনাস্থা এনেছিলেন পঞ্চায়েতের 7 সদস্য । তাঁরই প্রতিবাদে বৃহস্পতিবার রাতে পঞ্চায়েত সদস্য উত্তম কুমার জানার বাড়িতে হামলা চালানো হয় । অভিযোগের তির সাহাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তিলতা দাস ও তাঁর স্বামীর প্রভুপদ দাসের দলবলের বিরুদ্ধে ৷ উত্তম কুমার জানার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। পরিবারের সদস্যরা আহত হয়েছেন বলে অভিযোগ । রাতেই অসুস্থ উত্তম কুমার জানার মা-কে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । পরে এগরা থানায় পুলিশের দ্বারস্থ হয় আহতের পরিবার। অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ ।

আরও পড়ুন:আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধান

এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের সদস্য উত্তম কুমার জানা বলেন, "পঞ্চায়েত প্রধান শান্তিলতা দাস ও তাঁর স্বামী প্রভুপদ দাসের হঠকারিতার বিরুদ্ধে বিডিও কাছে অনস্থা জমা দিয়েছি । সেই অনাস্থা আনার পর গতকাল রাতেই 40-50 জন লোকজন নিয়ে এসে বাড়িতে বোমা ছোড়ে ও হামলা চালায় । স্ত্রী ও ছেলে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেয় । আমার মাকে মারধর করে । গুরুতর জখম হয়েছেন আমার মা । মা এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি পুলিশকে জানিয়েছি ।"

এগরা 1নম্বর ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মিলন কুমার দে বলেন, "2018 সালে এই গ্রাম পঞ্চায়েতে 11 জনের মধ্যে 10 জন তৃণমূলের প্রতীকে জয়লাভ করেছিলাম । বাকি একজন নির্দলের পক্ষ থেকে জয়লাভ করেছিলেন । পরে নির্দল প্রার্থীও তৃণমূলে যোগদান ছিলেন । তারপর দলীয় নির্দেশ মেনেই আমরা শান্তিলতা দাসকে পঞ্চয়েত প্রধান করি । এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ প্রভুপদ দাস নিজের পঞ্চায়েত পরিচালনা করেন । সকল পঞ্চায়েত সদস্যকে অন্ধকারে রেখে পঞ্চায়েত পরিচালনা করেন । এ নিয়ে আমরা বিডিও-কে জানিয়েছি । যদিও যাঁদের বিরুদ্ধে অভিযোগ, সেই শান্তিলতা দাস ও প্রভুপদ দাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Last Updated : Jan 20, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details