পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাঁশকুড়ায় কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন 4 জন - Corona virus at panskura

পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে ছাড়া পেলেন চারজন । আগামী 14 দিন তাঁদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।

aa
পাঁশকুড়া

By

Published : Jul 12, 2020, 7:28 PM IST

Updated : Jul 14, 2020, 9:32 PM IST

পাঁশকুড়া, 12 জুলাই : সুস্থ হয়ে বাড়ি ফিরল পূর্ব মেদিনীপুর জেলার চার কোরোনা আক্রান্ত । আক্রান্তরা সুস্থ হয়ে ওঠায় রবিবার দুপুর নাগাদ জেলা স্বাস্থ্য বিভাগের তরফে অ্যাম্বুলেন্সে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয় । সকলকেই আগামী 14দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল ।

আজ সুস্থ হয়ে যাঁরা বাড়ি ফিরেছেন তাঁদের মধ্যে দু'জন কাঁথি শহরের বাসিন্দা । আর দু'জন নন্দীগ্রাম এবং এগরা ব্লকের ।

সুস্থ হয়ে ওঠা রোগীরা ভিনরাজ্য থেকে বাড়ি ফিরে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । পরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সোয়াব টেস্ট করা হয়েছিল । রিপোর্ট পজ়িটিভ আসে । পরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে তাদের চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয় ।

চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় তাঁদের পরপর দুবার সোয়াব টেস্ট করা হয় । সেই রিপোর্ট নেগেটিভ আসে । যা থেকে চিকিৎসকরা নিশ্চিত হন তাঁরা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন । এরপর আজ দুপুর নাগাদ তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ।

গত 24 ঘণ্টায় জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছে 37 জন । এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা 533 জন । কোরোনায় সক্রিয় 177 জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট 347 জন । এখনও পর্যন্ত জেলায় কোরোনায় মৃত্যু হয়েছে 8 জনের ।

Last Updated : Jul 14, 2020, 9:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details