পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ২৫ - bus

পর্যটক বোঝাই বাসের সাথে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ২৫।

দুর্ঘটনাগ্রস্ত বাস

By

Published : Mar 21, 2019, 12:55 PM IST

চণ্ডীপুর, ২১ মার্চ : পর্যটক বোঝাই বাসের সাথে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ২৫। ঘটনাটি চণ্ডীপুর থানার দক্ষিণ নরঘাট এলাকার ১১৬ বি জাতীয় সড়কের। আহত যাত্রীদের প্রথমে চণ্ডীপুর ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়। পরে আটজন যাত্রীর অবস্থার অবনতি হলে তাঁদের তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে আজ সকালে নন্দকুমার থেকে একটি প্রাইভেট গাড়ি দিঘার দিকে যাচ্ছিল। সেই সময় দিঘা থেকে কলকাতাগামী একটি ভলভো বাস দ্রুতগতিতেই আসছিল। তখনই দক্ষিণ নরঘাট এলাকায় একটি বাঁকের মুখে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা নয়নজুলিতে পড়ে যায়। কিন্তু নয়নজুলিতে জল কম থাকায় বড়সড় বিপদ থেকে মুক্তি পায় যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। ফলে বিভিন্ন জায়গাতেই পড়ে রয়েছে গুটি ও স্টোনচিপ। তা সত্ত্বেও যাত্রী নিরাপত্তার কথা না ভেবেই দ্রুতগতিতে গাড়ি চালানো হচ্ছে। তাই একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। প্রশাসনের নজরদারির অভাবেই নিয়ন্ত্রণহীন গাড়ি চালাচ্ছেন চালকেরা। পুলিশি নজরদারি বাড়লে দুর্ঘটনা কমবে।

নন্দকুমারের সার্কেল ইন্সপেক্টর রঞ্জিত ঘোষ বলেন, "দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। বাসটিকে আপাতত ক্রেন দিয়ে নয়নজুলি থেকে তোলা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details