পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিযায়ী শ্রমিক-সহ নতুন করে পূর্ব মেদিনীপুরে কোরোনায় আক্রান্ত 11 - migrant workers

পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত হলেন আরও 11 জন ব্যক্তি। আক্রান্তদের মধ্যে রয়েছেন হলদিয়া টাউনশিপের 1জন , এগরা 1নং এবং 2 নম্বর ব্লকের 2জন করে মোট 4জন, কোলাঘাট ব্লকের 5 জন বাসিন্দা এবং তমলুক ব্লকের 1 মহিলা। তাঁদের আজ জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

 corona
11 জন কোরোনায় আক্রান্ত

By

Published : May 30, 2020, 7:56 PM IST

তমলুক,30 মে: নতুন করে পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত হলেন আরও 11 জন ব্যক্তি। আক্রান্তদের মধ্যে রয়েছেন হলদিয়া টাউনশিপের 1জন , এগরা 1নং এবং 2 নম্বর ব্লকের 2জন করে মোট 4জন, কোলাঘাট ব্লকের 5 জন বাসিন্দা এবং তমলুক ব্লকের 1 মহিলা। তাঁদের আজ জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে ।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত এলাকার তিন যুবক। তাদের মতে দুজনের বয়স 20 ও অপর ব্যক্তির বয়স 30। ওই ব্লকেরই কোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় 18 বছরের এক যুবক ও পুলশিটা গ্রাম পঞ্চায়েত এলাকার 42 বছরের এক ব্যক্তিও কোরোনায় আক্রান্ত হন । তাঁরা সকলেই মহারাষ্ট্র থেকে সম্প্রতি বাড়ি ফিরেছিলেন।অপর দিকে এগরা থানা এলাকায় এদিন নতুন করে কোরোনায় আক্রান্ত হন চার ব্যক্তি। তাদের মধ্যে 12 বছরের এক কিশোর ও 24 বছরের দুই যুবক সম্প্রতি মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরেন । এবং 36 বছরের এক যুবক গুজরাত থেকে সম্প্রতি বাড়ি ফেরেন বলে খবর ।

এছাড়াও কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে জেলার দুই ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়েছেন এদিন । তাদের মধ্যে হলদিয়া টাউনশিপ এলাকার বছর 65-র প্রৌঢ় কলকাতারই এক বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে তমলুকের বিষ্ণুবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বছর 35 এর যুবতি কলকাতায় চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে আক্রান্ত হন । তাঁকেও এদিন চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়। সবমিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় শনিবার নয় পরিযায়ী শ্রমিকসহ মোট 11 জন কোরোনায় আক্রান্ত। হলদিয়ার আক্রান্ত ব্যক্তি ছাড়া বাকি সকল আক্রান্তই পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন।


জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন, শনিবার নতুন করে 10 জন কোরোনা আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে নয় ব্যক্তিই ভিন রাজ্যের শ্রমিকের কাজ করেন। আক্রান্তদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের চিহ্নিত করণ করে চণ্ডিপুর কোরোনা হাসপাতালের আইসোলেশন বিভাগে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details