পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুকুরের তাড়া খেয়ে স্কুটি থেকে পড়ে মৃত্যু মহিলার - kalna

মোটরবাইকে করে আসার সময় পথকুকুরের তাড়া। তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল কালনার এক মহিলার। মৃতের নাম তনুশ্রী মুখার্জি (৪০)। মৃতের বাড়ি কালনা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ঘোষ পাড়ায়।

মৃত শিক্ষিকা

By

Published : Mar 20, 2019, 6:31 AM IST

কালনা, ২০ মার্চ : মোটরবাইকে করে আসার সময় পথকুকুরের তাড়া। তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল কালনার এক মহিলার। মৃতের নাম তনুশ্রী মুখার্জি (৪০)। মৃতের বাড়ি কালনা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ঘোষ পাড়ায়। তিনি কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে স্থানীয় এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যান তনুশ্রী মুখার্জি ও তাঁর আট বছরের ছেলে রাজ মুখার্জি। ওই রাতেই সাড়ে এগারোটা নাগাদ তনুশ্রী তাঁর বাবা শ্যামল মুখার্জির সঙ্গে স্কুটি করে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছেলেও ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুটিতে করে তিনজনে বাড়ি ফিরছিলেন। নিগমানন্দ আশ্রমের কাছে কতগুলি পথকুকুর তাঁদের স্কুটিটিকে তাড়া করে। সেখান থেকে দ্রুত স্কুটি নিয়ে পালাতে গেলে তনুশ্রী পড়ে যান।

আহত অবস্থায় প্রথমে তাঁকে কালনা মহকুমা হাসপাতাল ভরতি করা হয়। পরে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়।

ABOUT THE AUTHOR

...view details