পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Woman Arrested with Drugs: বাড়িতে বসে মাদকের কারবার ! বর্ধমানে গ্রেফতার মহিলা - বর্ধমানের খবর

বাড়িতে বসে মাদকের কারবার চালানোর অভিযোগে বর্ধমানে (Burdwan News) গ্রেফতার করা হল এক মহিলাকে (Woman Arrested with Drugs)৷ তাঁকে আদালতে তোলে হলে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক ৷

Woman arrested with Drugs in Burdwan
বাড়িতে বসে মাদকের কারবার ! বর্ধমানে গ্রেফতার মহিলা

By

Published : Nov 4, 2022, 8:15 PM IST

বর্ধমান, 4 নভেম্বর:বাড়িতে মাদক মজুত করে চলছিল ব্যবসা (Burdwan News)। গোপন সূত্রে খবর পেয়ে মাদক মজুত ও বিক্রি করার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার (Woman Arrested with Drugs) করল বর্ধমান থানার পুলিশ । বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকার ঘটনা ।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুনীতা সাউ ওরফে লেংড়ি । শুক্রবার তাঁকে বর্ধমান জেলা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে সুনীতা সাউ নামে ওই মহিলা তাঁর লক্ষ্মীপুর মাঠ এলাকার বাড়িতে বসে মাদকদ্রব্য মজুত করে কারবার চালাচ্ছিলেন ।

আরও পড়ুন:বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে ব্যবসা, উদ্ধার তিন কোটির মাদক, গ্রেফতার 6

গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায় । ওই মহিলার বাড়ি থেকে 1,888 গ্রাম মাদক উদ্ধার করেছে পুলিশ । উদ্ধার হওয়া মাদক পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে । ওই মহিলা কোথায় কোথায় কারবার চালাতেন, কাদের সঙ্গে ব্যবসা করতেন, ভিন জেলা বা ভিন রাজ্যের কেউ এই চক্রের সঙ্গে যুক্ত আছে কি না, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details