পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC MP Toll Plaza Video: টোলপ্লাজায় কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল সাংসদ - তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ

তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে পালসিট টোলপ্লাজায় এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনার সিসিটিভি ফুটেজের ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ETV Bharat
তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল

By

Published : Aug 4, 2023, 9:32 AM IST

Updated : Aug 4, 2023, 12:33 PM IST

বর্ধমানের পালসিট টোলপ্লাজায় তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের এক কর্মীকে মারধরের সিসিটিভি ফুটেজ

বর্ধমান, 4 অগস্ট: রাস্তায় টোলপ্লাজার কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে ৷ ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পালসিট টোল প্লাজায় ৷ সিসিটিভি ফুটেজে মারধরের একটি ভিডিয়ো ধরা পড়েছে । পরে তা ভাইরালও হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে এসে টোলপ্লাজার এক কর্মীকে প্রথমে চড় মারতে যান সাংসদ। পরে তাঁকে ধাক্কা দিতেও দেখা যাচ্ছে শাসক শিবিরের নেতাকে ৷ এরপর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে ৷ স্বভাবতই এই ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে আরও দেখা গিয়েছে, পালসিট টোল প্লাজায় একটা সাদা গাড়ি নিয়ম ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ৷ গাড়িটির ধাক্কায় একটা কমলা রঙের ফাইবারের স্ট্যান্ড পড়ে যায় ৷ তখন টোলপ্লাজার এক কর্মী ফাইবারের স্ট্যান্ডটি তুলে গাড়ির সামনে রাখেন ৷ গাড়িটি আটকানোর চেষ্টা করেন ৷ সেই সময় পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি গাড়ি থেকে নেমে ওই কর্মীকে মারধর করতে শুরু করেন ৷ তিনি বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল ৷

আরও পড়ুন: ডানকুনি টোল প্লাজায় কর্মী নিয়োগের দাবি, সরকারি প্যাডে চিঠি তৃণমূল কাউন্সিলরের

এ বিষয়ে সাংসদকে জানানো হলে তিনি প্রথমে ওই কর্মীকে মারধরের বিষয়টি মানতে চাননি ৷ পরে অবশ্য ঘটনার কথা স্বীকার করে নেন তৃণমূল নেতা সুনীল ৷ তিনি জানান, এদিন মঙ্গলকোটে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ৷ যাওয়ার পথে টোলপ্লাজায় একজন তাঁর গাড়ি আটকায় ৷ এমনকী তৃণমূল সাংসদ তাঁর পরিচয় দেওয়ার পরেও গাড়িটিকে যেতে দেওয়া হচ্ছিল না ৷ তিনি বলেন,"পরিচয় পাওয়ার পরেও আমার পথ ছাড়েনি ওই নিরাপত্তারক্ষী ৷" তাঁর দাবি, এরপর রাগের বেশে ওই কর্মীর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছেন ৷

Last Updated : Aug 4, 2023, 12:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details