বর্ধমান, ২৮ ফেব্রুয়ারি : পর পর তিনদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে চাষে। আলু জমিতে জল দাঁড়িয়ে গেছে। তার জেরে আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। শুধু আলু চাষ নয়, সরষে, পেঁয়াজসহ সবজি চাষের ক্ষেত্রেও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
কৃষিদপ্তর থেকে জানানো হয়েছে, ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। বিষয়টি নিয়ে ব্লক ভিত্তিক রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে তবেই প্রকৃত ক্ষতির পরিমাণ বলা যাবে। রবিবার ও সোমবার রাতে পূর্ব বর্ধমানের প্রতিটি ব্লকেই কমবেশি বৃষ্টিপাত হয়। এর মধ্যে মঙ্গলবার রাতে বর্ধমান, কালনা, মেমারি-২, মন্তেশ্বর ও পূর্বস্থলী-১ এ বৃষ্টিপাতের পরিমাণ ছিল কিছুটা বেশি। পাশাপাশি ওই সব এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। বর্ধমানে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭৮.২ মিলিমিটার, কালনাতে ৮২.৭ মিলিমিটার, মেমারিতে ৫৪.৮ এবং পূর্বস্থলী-১ এ ৩৯.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রচুর বৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। আলুর জমিতে জল জমে গেছে। জমি থেকে আলু তুলতে এখনও ২০-২৫দিন বাকি। শিলাবৃষ্টির জেরে অপরিণত আলু মাটির উপরে উঠে এসেছে। জল জমে যাওয়ার কারণে আলু গাছ পচে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।