পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার ১২ BJP নেতা-কর্মী - babul supriyo

পুলিশকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার ১২ BJP নেতা-কর্মী।

গ্রেপ্তার করা হয়েছে BJP নেতা-কর্মীদের

By

Published : Mar 4, 2019, 8:38 PM IST

Updated : Mar 5, 2019, 7:59 AM IST

আসানসোল, ৪ মার্চ: বারাবনিতে BJP-র বাইক র‍্যালি চলাকালীন গ্রেপ্তার করা হয়েছে ১২ জন BJP নেতা-কর্মীকে। পুলিশকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হয়। বারাবনি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। গতকাল রাত থেকে টানা অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এরপরই বিভিন্ন অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই নেতা-কর্মীদের। আজ তাঁদের আসানসোল মহকুমা আদালতে তোলা হয়। BJP নেতা সনৎ মণ্ডল ও অমল রায়কে চারদিনের পুলিশি হেপাজত ও বাকিদের চারদিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনার তীব্র নিন্দা করেন BJP সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি বলেন "মিথ্যে মামলা দিয়ে আমাদের দলের লোককে গ্রেপ্তার করা হচ্ছে। নির্লজ্জ বেহায়ার মতো কাজ করছে রাজ্য সরকার।"

গতকাল বারাবনির নুনীতে বাবুল সুপ্রিয়র নেতৃত্বে BJP-র সংকল্প যাত্রা হয়েছিল। অভিযোগ, পুলিশ সেই বাইক ব়্যালি আটকায়। এর জেরে পুলিশের সঙ্গে বচসা বাধে BJP নেতা-কর্মীদের। পুলিশকে হেনস্থা করার অভিযোগ ওঠে BJP নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় থানার OC-কে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

এই ঘটনার পর গত রাত থেকে বারাবনির বিভিন্ন অঞ্চলে অভিযান শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত ১২ জন BJP নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বারাবনির প্রভাবশালী নেতা অমল রায়, স্বপন রায় সহ দলের বারাবনি ২ নম্বর মণ্ডলের সভাপতি সনৎ মণ্ডল।

আজ দুপুরে ওই ১২ জনকে আসানসোল মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনার প্রতিবাদে কোর্ট চত্বরে উপস্থিত হন অনেক BJP কর্মী। তাঁরা স্লোগান দিতে শুরু করেন।
ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, "রাজ্য সরকার বেহায়া নির্লজ্জের মত কাজ করছে। পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে লাঠি চার্জ করে একটি র‍্যালিকে নানা ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করেছে। আমাদের ছেলেদের মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এমন কী দলের শীর্ষ নেতৃত্বকে বাড়ির দরজা ভেঙ্গে টেররিস্টের মত গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। রাজ্য সরকারের মানসিকতা নিকৃষ্টতম পর্যায়ে এসে নেমেছে। ক্ষমতা পেয়ে দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে এই সরকার।"

Last Updated : Mar 5, 2019, 7:59 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details