পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলেজে ABVP করায় যুবককে মার, অভিযুক্ত তৃণমূল - accused

ABVP-র সমর্থক বলে যুবককে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তারা ৷

আক্রান্ত যুবক

By

Published : Jul 20, 2019, 9:14 PM IST

কালনা, 20 জুলাই : ABVP করায় কালনা কলেজের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ আক্রান্তর নাম সুজন পান্ডা ৷ প্রাথমিক চিকিৎসার পর কালনা মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে ৷

কালনা কলেজের ছাত্র সুজন পান্ডা ৷ আজ স্কলারশিপের টাকা নিতে কলেজে যান তিনি ৷ অভিযোগ, কলেজে যাওয়া মাত্রই সুজনকে হুমকি দেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ তাঁকে বলা হয়, ABVP করলে ঢোকা যাবে না কলেজে ৷ এরপর সুজনের সঙ্গে বচসা শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের ৷ ঘটনার জেরে সুজনকে মারধর করা হয় বলেও অভিযোগ ৷

অভিযোগ অস্বীকার করেছেন কালনা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা সৌরভ দত্ত ৷ বলেন, "আমাদের কলেজে ABVP-র কোনও অস্তিত্ব নেই ৷ আর কলেজে কোনও ঝামেলার খবর আমার কাছে আসেনি ৷"

ABOUT THE AUTHOR

...view details