পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 96 - পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 96

মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে এপর্যন্ত মোট 1673 জন শ্রমিক পূর্ব বর্ধমানে ফিরেছেন ৷ জেলা প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছেন তাঁরা ৷

ছবি
ছবি

By

Published : May 31, 2020, 10:46 PM IST

বর্ধমান, 31 মে : পূর্ব বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 96 । এদের মধ্যে 50 জনের চিকিৎসা চলছে। 46 জন সুস্থ হয়ে উঠেছেন ৷ ইতিমধ্যেই তাঁদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, নতুন করে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁরা সকলেই পরিযায়ী শ্রমিক।

জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, পূর্ব বর্ধমান জেলায় মোট 1,967 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে। হোম কোয়ারানটিনে রয়েছেন 26,351 জন। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ এই পাঁচ রাজ্য থেকে আসা শ্রমিকদের বিশেষভাবে পরীক্ষা করে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। এখনও পর্যন্ত 1673 জন পাঁচ রাজ্য থেকে ফিরেছেন ৷ তাঁদের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে। এছাড়া অন্যান্য রাজ্য থেকে এসে কোয়ারানটিনে রয়েছেন 292 জন। এখনও পর্যন্ত 96 জনের শরীরে কোরোনার খোঁজ মিলেছে ৷

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেলায় মোট 59 টি এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাফার জ়োন রয়েছে 59 টি।

ABOUT THE AUTHOR

...view details