পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানে দুর্ঘটনায় মৃত একই পরিবারের 3 - দুর্ঘটনা

বর্ধমানের গলসিতে পথদুর্ঘটনা ৷ ঘটনায় 3 জনের মৃত্যু৷ গুরুতর আশঙ্কাজনক অবস্থায় একজনকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Bardhaman
বর্ধমানে জাতীয় সড়কে দুর্ঘটনা

By

Published : Mar 12, 2021, 4:31 PM IST

গলসি, 12 মার্চ : জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে মৃত্য়ু হল একই পরিবারের তিন জনের ৷ ঘটনাটি পূর্ব বর্ধমানের গলসির কুলগড়িয়া চটি এলাকায় ৷ মৃতদের বাড়ি বিহারের ভাগলপুরে ৷ মৃতদের নাম আনজু খান, সার্জিল খান এবং শাহবাজ খান ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী, ছেলে ও ভাইপোর সঙ্গে ভাগলপুর থেকে কলকাতায় বিয়ে বাড়ি যাচ্ছিলেন শাহবাজ খান ৷ গাড়ি চালাচ্ছিলেন শাহবাজ খানের ছেলে সার্জিল খান ৷ আজ সকালে তাঁরা গলসির কুলগড়িয়া চটির কাছে পৌঁছান ৷ সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অন্য় একটি গাড়িতে ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই মৃত্য়ু হয় শাহবাজ, সার্জিল এবং আনজুর৷ গুরুতর আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে জাহির করিমকে ৷

আরও পড়ুন- রানাঘাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় টোটো চালকের মৃত্যু, আহত 4

কেন দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ প্রত্য়ক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details