বর্ধমান, 27 জানুয়ারি: করোনাকালে দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে । এসএফআইয়ের পক্ষ থেকে বারবার স্কুল খোলার আবেদন করা হলেও সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না । এর প্রতিবাদে খোলা আকাশের নিচে প্রতীকী বিকল্প ক্লাসরুমের ব্যবস্থা করল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই । বৃহস্পতিবার রাজবাড়ি গেটের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পডুয়া, শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপকদের নিয়ে দিনভর চলল প্রতীকী ক্লাস (SFI protest demanding school reopening in Burdwan of Purba Bardhaman) ।
'লেখাপড়া ট্রাফিক জাম মানছি না', এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ির গেট। এসএফআইয়ের জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী বলেন, ‘পানশালা খুলে রেখে পাঠশালাকে বন্ধ রাখা হয়েছে। এইভাবে গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় অচল করতে চাইছে রাজ্য সরকার। আজ রাজ্য সরকার দুয়ারে শিক্ষা প্রকল্পের নামে রাজ্যের পাবলিক এডুকেশন সিস্টেমকে শেষ করে দিচ্ছে ।’ তিনি জানান, প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীরা অক্ষরজ্ঞান ভুলে যাচ্ছে । এতে বাড়ছে ড্রপ আউটের সংখ্যা ।