পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SFI Protest: স্কুল খোলার দাবিতে সরব এসএফআই, প্রতীকী ক্লাস বর্ধমানে - sfi protest demanding school reopening in burdwan of purba bardhaman

বন্ধ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। মাঝে কিছুদিনের জন্য স্কুল খুললেও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় ফের বন্ধ হয়ে যায় দরজা। এর প্রতিবাদে আজ প্রতীকী ক্লাস করল এসএফআই (SFI protest demanding school reopening in Burdwan of Purba Bardhaman) ।

SFI in Burdwan
SFI Protest for school reopening

By

Published : Jan 27, 2022, 9:34 PM IST

বর্ধমান, 27 জানুয়ারি: করোনাকালে দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে । এসএফআইয়ের পক্ষ থেকে বারবার স্কুল খোলার আবেদন করা হলেও সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না । এর প্রতিবাদে খোলা আকাশের নিচে প্রতীকী বিকল্প ক্লাসরুমের ব্যবস্থা করল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই । বৃহস্পতিবার রাজবাড়ি গেটের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পডুয়া, শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপকদের নিয়ে দিনভর চলল প্রতীকী ক্লাস (SFI protest demanding school reopening in Burdwan of Purba Bardhaman) ।

'লেখাপড়া ট্রাফিক জাম মানছি না', এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ির গেট। এসএফআইয়ের জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী বলেন, ‘পানশালা খুলে রেখে পাঠশালাকে বন্ধ রাখা হয়েছে। এইভাবে গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় অচল করতে চাইছে রাজ্য সরকার। আজ রাজ্য সরকার দুয়ারে শিক্ষা প্রকল্পের নামে রাজ্যের পাবলিক এডুকেশন সিস্টেমকে শেষ করে দিচ্ছে ।’ তিনি জানান, প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীরা অক্ষরজ্ঞান ভুলে যাচ্ছে । এতে বাড়ছে ড্রপ আউটের সংখ্যা ।

আরও পড়ুন : রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ

স্কুল বন্ধ থাকার আরেকটি দিক হিসেবে তিনি অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীদের মধ্যে বিয়ের প্রবণতা বৃদ্ধির কথা তুলে ধরেন । তাই ছাত্র-ছাত্রীদের স্বার্থে অবিলম্বে স্কুল খুলতে হবে, দাবি জেলা সম্পাদকের । সেই দাবিকে সামনে রেখে 31 জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান ছাত্রনেতা অনির্বাণ রায় ।

ABOUT THE AUTHOR

...view details