বর্ধমান, 29 মার্চ : নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক উপদেষ্টা পদে যোগ দেওয়া নিয়ে শুরু হল বিতর্ক। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে এই নিয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনী আচরণ বিধির মধ্যেই নিয়োগের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে, বিতর্ক - burdwan university
নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক উপদেষ্ট পদে যোগ দেওয়া নিয়ে শুরু হল বিতর্ক। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারের পদ থেকে অবসর নেওয়ার পর তাঁকেই আর্থিক উপদেষ্টা পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।
10 মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। শুরু হয়ে গেছে আদর্শ আচরণ বিধি। এর মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসার পার্থনারায়ণ ঘোষ এই পদ থেকে অবসর নেওয়ার পর তাঁকেই আর্থিক উপদেষ্টা পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। তবে বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে, গতকাল এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে এই নিয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, 26 মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এক নির্দেশিকা জারি করেছিলেন। সেখানে বলা হয়েছিল, 31 মার্চ ফিন্যান্স অফিসার পার্থনারায়ণ ঘোষ অবসর নেওয়ার পরে 2 এপ্রিল তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক উপদেষ্টা পদে যোগ দেবেন। এজন্য তাঁকে 40 হাজার টাকা করে মাইনে দেওয়া হবে। 18 মার্চ এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপরই প্রশ্ন ওঠে, নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর কীভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বর্ধমান সদর মহকুমাশাসকের কাছে একটি অভিযোগপত্র জমা পড়েছে। বর্ধমান জেলাশাসক বলেছেন, "বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"