পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 3, 2020, 8:20 PM IST

ETV Bharat / state

রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ, বিক্ষোভ গলসিতে

রেশন দোকান থেকে দ্রব্যসামগ্রী কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ । বিক্ষোভ গলসি থানার খেতুড়া গ্রামে ।

লকডাউনে রেশনে দ্রব্যসামগ্রী কম দেওয়া হচ্ছে, বিক্ষোভ গলসির খেতুড়া গ্রামবাসীদের

গলসি , 3 এপ্রিল : রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ ঘিরে বিক্ষোভ পূর্ব বর্ধমানের গলসির খেতুড়া গ্রামে ৷ ঘটনায় ওই দোকানের রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা । স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধেও বিক্ষোভ দেখানো হয় । ঘটনাস্থানে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

গ্রামবাসীদের অভিযোগ, রেশন ডিলার হাজিবুর রহমান গ্রাহকদের এক কেজি করে জিনিস কম দিচ্ছিল । বিষয়টি জানাজানি হতেই গ্রামের বাসিন্দারা লকডাউনের মধ্যেই ওই ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান ৷ সেই সময় সেখানে আসগর আলি নামে এক তৃণমূল নেতা ডিলারের হয়ে কথা বলছিল । গ্রামবাসীরা বলেন, ওই তৃণমূল নেতা ওই দোকানেই সারাদিন বসে থাকেন । ফলে তাঁর মদতেই চলে জিনিস কম দেওয়ার কাজ । এরপর গ্রামবাসীরা জড়ো হয়ে ওই তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।

খবর পেয়ে পুলিশ গেলে তাদের সামনেই তৃণমূলের নেতার সঙ্গে হাতাহাতি বেঁধে যায় । এরপর পুলিশ পরিস্থিতি সামাল দেয় । গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল নেতার মদতেই কারচুপি করছিল রেশন ডিলার । তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানানো হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details