পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Memari Body Recover : নবমীতে বাড়ি থেকে বেরোনোর পর দ্বাদশীতে দেহ উদ্ধার যুবকের

খাল থেকে এক যুবকের দেহ উদ্ধার হল ৷ নবমী থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন ৷ তাঁর নাম ভোলা মাঝি ৷ পূর্ব বর্ধমানের মেমারির দিঘির পাড় এলাকার ঘটনা ৷

police recovered a body from canal in memari
Memari Body Recover : নবমীতে বাড়ি থেকে বেরোনোর পর দ্বাদশীতে দেহ উদ্ধার যুবকের

By

Published : Oct 17, 2021, 9:30 PM IST

মেমারি, 17 অক্টোবর : নবমীতে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ যুবক ৷ শেষমেশ দ্বাদশীর দিন উদ্ধার হল তাঁর দেহ ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মেমারির দিঘির পাড় এলাকায় ৷ মৃত যুবকের নাম ভোলা মাঝি ৷ বয়স 37 বছর ৷ পরিবারের সদস্যদের দাবি, নবমীর দিন বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি ৷ কিন্তু, তারপর আর বাড়ি ফেরেননি ৷ তাঁকে তাঁর স্ত্রী খুন করেছে বলে সন্দেহ পরিবারের বাকিদের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন :Mysterious Death : নিউব্যারাকপুরের নিখোঁজ যুবকের দেহ উদ্ধার মধ্যমগ্রামে, খুনের অভিযোগ

ভোলার পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি পেশায় ছিলেন গাড়ির চালক ৷ স্ত্রী কাকলির সঙ্গে তাঁর নিত্য অশান্তি হত ৷ এমনকী, একবার ভোলার স্ত্রী স্বামীর মাথাও ফাটিয়ে দেন ৷ বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায় ৷ পুজোর আগে ভোলার সঙ্গে অশান্তি করে বাপের বাড়ি চলে যান কাকলি ৷ এদিকে, নবমীর দিন ভোলা বাড়ি থেকে বের হন ৷ কিন্তু, তারপর তাঁকে আর কোথাও কেউ দেখেনি বলে দাবি ৷

পরিবারের সদস্যরা ভেবেছিলেন, পুজোর সময় ভোলা হয়তো কোনও বন্ধুর বাড়িতে গিয়ে রয়েছেন ৷ তাই কেউ তাঁর বিষয়ে খোঁজখবরও করেনি ৷ কিন্তু, রবিবার মেমারির দিঘির পাড় এলাকার একটা ক্যানালে এক যুবকের দেহ ভাসতে দেখা যায় ৷ পুলিশকে ঘটনার খবর দেন স্থানীয় বাসিন্দারা ৷ পরে জানা যায়, ওই লাশ আসলে ভোলার ৷

আরও পড়ুন :Jalpaiguri Murder: জলপাইগুড়িতে চা বাগানের নর্দমা থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ

অন্যদিকে, ভোলার স্ত্রী কাকলি মাঝির দাবি, স্বামীর সঙ্গে মাঝেমধ্যেই অসান্তি হলেও নবমীতে ফোনে তাঁদের মধ্যে ভালভাবেই কথা হয়েছিল ৷ কাকলি জানান, নবমীতে ভোলা তাঁর জামাইবাবুর সঙ্গে বেরিয়েছিলেন ৷ দু’জনে মদ্যপানও করেছিলেন ৷ তাই ভোলার মৃত্যু কীভাবে হল, সেটা ভোলার জামাইবাবুর পক্ষেই বলা সম্ভব বলে মত কাকলির ৷ তবে তাঁর অনুমান, হয়ত অতিরিক্ত মদ্যপানের ফলে ভোলা বেহুঁশ হয়ে খালে পড়ে যান ৷ আর তাতেই তাঁর প্রাণ যায় ৷ কিংবা কেউ তাঁকে খুনও করতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details