পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানে আত্মঘাতী বৃদ্ধ - আত্মহত্যা

চাষে লোকসানের ফলে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন কালীপদ দাস। তার জেরেই আত্মহত্যা চাষীর।

কালীপদ দাস

By

Published : Feb 2, 2019, 3:24 PM IST

কালনা, ২ ফেব্রুয়ারি : লোকসানের জেরে আত্মঘাতী হলেন এক আলুচাষি। মৃতের নাম কালীপদ দাস (৮০)। কালীপদ কালনার বাঘনাপাড়া পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গতকাল সকালে নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আলুর দাম ঠিকঠাক না পাওয়াতেই তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করছে পরিবারের লোক। খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায়। কালনা হাসপাতালে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

কালীপদর ছেলে সুজল দাস বলেন, "গতবার আলু চাষ করতে গিয়ে প্রায় দু'লাখ টাকা ক্ষতি হয়েছিল। এবারও ধার দেনা করে ১০ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। আগের বছর আর এই বছরের ঋণ। পাওনাদাররা টাকার জন্য তাগাদা করছে। এবছরও দাম না পেলে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হবে। এই চিন্তায় বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শুক্রবার সকালে বাবাকে রান্না ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখি। ঋণ হয়ে যাওয়ার কারণেই মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন তিনি।"

মৃতের স্ত্রী শীতল দাস বলেন, "অনেক আশা নিয়ে তিনি এবার চাষ করেছিলেন। গতবারে লোকসান হওয়ার পরও সাহস করে সংসার বাঁচানোর জন্য ফের ধার দেনা করে চাষ করেছিলেন। কিন্তু আলুর দাম না পাওয়ায় তিনি মনমরা হয়ে পড়েন। পাশাপাশি পাওনাদারদের তাগাদার জেরে জেরবার হয়ে পড়েন। এরপরেই তাকে আত্মহত্যা করতে হয়।"

ABOUT THE AUTHOR

...view details