পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Water Supply to Every Household: 2024 সালের মধ্যে রাজ্যের সব বাড়িতে জল পৌঁছে দিতে তৎপর রাজ্য, জানালেন মন্ত্রী পুলক রায় - সব বাড়িতে জল

2024 সালের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে জল পৌঁছে দিতে তৎপর রাজ্য সরকার ৷ মঙ্গলবার বর্ধমানে এ কথা জানালেন মন্ত্রী পুলক রায় (Water Supply to Every Household)৷

pulak roy ETV Bharat
পুলক রায়

By

Published : Feb 7, 2023, 8:17 PM IST

বর্ধমান, 7 ফেব্রুয়ারি:2024 সালের মধ্যে সারা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে পানীয় জল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করে চলেছে । পূর্ত দফতরের কাজের গতি খতিয়ে দেখতে এসে বর্ধমানে এই বার্তা দিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় (Pulak Roy)।

দফতরের দাবি, বাড়ি বাড়ি জল প্রকল্প মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প । সেই প্রকল্পকে বাস্তবায়িত করার কাজ চলছে জোর গতিতে । অন্যান্য রাজ্যের থেকে এই রাজ্য অনেকটা এগিয়ে আছে । 2021-22 আর্থিক বর্ষে জলের সংযোগ দেওয়ার ব্যাপারে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ । ইতিমধ্যেই 2024 সালের মধ্যে রাজ্যের সমস্ত বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য টার্গেট নেওয়া হয়েছে । জলপ্রকল্পের অধীনে 1.77 কোটি পরিবারে জলের সংযোগ পৌঁছে দেওয়া যাবে বলে আশা করছে সরকার । সেই মতো জোর গতিতে কাজ চলছে ।

যে সমস্ত বাড়িতে জল পৌঁছে গিয়েছে, সেই সব বাড়িতে যাতে জলের গুনগত মান সঠিক থাকে সেটা দেখা হচ্ছে । সেইমতো এ দিন বর্ধমানের উন্নয়ন ভবনে পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী পুলক রায় । ছিলেন অপর মন্ত্রী প্রদীপ মজুমদার-সহ অন্যান্য আধিকারিকেরা ।

আরও পড়ুন:বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণে বিশৃঙ্খলা চান না অধ্যক্ষ বিমান

মন্ত্রী পুলক রায় বলেন, "সামনে বর্ষা আসছে ৷ তার আগে থেকেই পূর্ত দফতর রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন প্রকল্প জল প্রকল্প । সেই পানীয় জল প্রতিটা মানুষের বাড়িতে পৌঁছে দিতে ওই বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে আমরা পূর্ব ও পশ্চিম বর্ধমানের সব আধিকারিকদের সঙ্গে এ দিন বৈঠক করেছি ।"

তিনি আরও বলেন, "যাঁদের বাড়িতে পানীয় জল পৌঁছে গিয়েছে, সেই সব বাড়িতে পানীয় জলের গুনগত মান সঠিক রাখা, যাঁদের এখনও সেই জল পৌঁছয়নি সেই বাড়িগুলিতে যথা শীঘ্র সম্ভব জল পৌঁছে দেওয়ার চেষ্টা করছি । 2024 সালের মধ্যে সারা বাংলাতেই জল পৌঁছে দেওয়ার টার্গেটকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি । এখনও পর্যন্ত পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা মিলে 40 শতাংশ বাড়িতে জল দেওয়া হয়েছে । বাকি 60 শতাংশের কাজ চলছে ।"

ABOUT THE AUTHOR

...view details