বর্ধমান, 7 ফেব্রুয়ারি:2024 সালের মধ্যে সারা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে পানীয় জল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করে চলেছে । পূর্ত দফতরের কাজের গতি খতিয়ে দেখতে এসে বর্ধমানে এই বার্তা দিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় (Pulak Roy)।
দফতরের দাবি, বাড়ি বাড়ি জল প্রকল্প মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প । সেই প্রকল্পকে বাস্তবায়িত করার কাজ চলছে জোর গতিতে । অন্যান্য রাজ্যের থেকে এই রাজ্য অনেকটা এগিয়ে আছে । 2021-22 আর্থিক বর্ষে জলের সংযোগ দেওয়ার ব্যাপারে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ । ইতিমধ্যেই 2024 সালের মধ্যে রাজ্যের সমস্ত বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য টার্গেট নেওয়া হয়েছে । জলপ্রকল্পের অধীনে 1.77 কোটি পরিবারে জলের সংযোগ পৌঁছে দেওয়া যাবে বলে আশা করছে সরকার । সেই মতো জোর গতিতে কাজ চলছে ।
যে সমস্ত বাড়িতে জল পৌঁছে গিয়েছে, সেই সব বাড়িতে যাতে জলের গুনগত মান সঠিক থাকে সেটা দেখা হচ্ছে । সেইমতো এ দিন বর্ধমানের উন্নয়ন ভবনে পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী পুলক রায় । ছিলেন অপর মন্ত্রী প্রদীপ মজুমদার-সহ অন্যান্য আধিকারিকেরা ।