পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ভূত' সেজে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত প্রতিবেশী - Katwa attempt to rape

'ভূত' সেজে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল কাটোয়ার মণ্ডলপাড়া এলাকায় ৷

'ভূত' সেজে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত প্রতিবেশী

By

Published : Jul 16, 2019, 4:54 AM IST

কাটোয়া, 16 জুলাই : মুখে কালি মেখে 'ভূত' সেজে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল । কাটোয়ার মণ্ডলপাড়া এলাকার ঘটনা । ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক সুরজ শেখ পলাতক ।

কাটোয়ার মণ্ডলপাড়া এলাকায় দুই সন্তান ও স্বামীর সঙ্গে থাকেন অভিযোগকারিণী । স্বামী মাছের ব্যবসা করেন । ওই মহিলা বলেন, "রবিবার রাতে খাওয়াদাওয়ার পর আমরা শুয়ে পড়েছিলাম । কিছুক্ষণের মধ্যেই স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন । আমিও ঘুমিয়ে পড়েছিলাম । হঠাৎ রাত সাড়ে এগারোটা নাগাদ বুঝতে পারি যে কেউ আমার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করছে । এরপর চোখ খুলতেই কালিঝুলি মাখা ভয়ঙ্কর চেহারার একজনকে দেখতে পাই ।"

তিনি আরও বলেন, "প্রথমে 'ভূত' ভেবে একটু ভয় পেয়েছিলাম । এরপর সাহস করে তাকে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠি । তখন আমার স্বামীর ঘুম ভেঙে যায় । দু'জনে তাকে জাপটে ধরি । পরিবারের বাকি সদস্যরা তখন চলে আসে । তারপর তার মুখে জল ঢেলে দেখতে পাই ও ভূত নয়, সুরজ শেখ ।"

গৃহবধূর আরও অভিযোগ, সুরজ শেখ একাধিকবার তাঁকে কুপ্রস্তাব দিয়েছিল । সেই আক্রোশেই রবিবার রাতে সে এই ঘটনাটি ঘটায় বলে অভিযোগ। গতকাল সুরোজ শেখের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details