কালনা, ২৫ ফেব্ররুয়ারি : পরপর দু'বছর আলু ব্যবসায় ক্ষতি হওয়ায় দেনার দায়ে আত্মঘাতী হলেন এক আলু ব্যবসায়ী। মৃতের নাম বাসুদেব সিংহ রায় (৫৫)। বাড়ি কালনা থানার বৈদ্যপুর গ্রামে।
গতকাল বিকালে বাসুদেববাবুর বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়। পরিবারের লোকজন দাবি করেন, ব্যবসায় ঋণের দায়েই তিনি আত্মঘাতী হয়েছেন। আলু ব্যবসায় পরপর দু'বছর ক্ষতি হওয়ায় বাজারে দেনা হয়ে যায় তাঁর। তা শোধ করতে না পেরেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে অনুমান করেন পরিবারের লোকজন। আজ কালনা মহকুমা হাসপাতালে ওই ব্যবসায়ীর মৃতদেহ ময়নাতদন্ত করা হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাসুদেব সিংহ রায় আলুর বড় ব্যবসায়ী ছিলেন। তিনি আলু মজুত রেখে পরে তা বিক্রি করতেন। গতবছরও তিনি আলু মজুত রেখেছিলেন। কিন্তু আলুর দাম না পাওয়ায় তিনি পরে বিক্রি করতে পারেননি। দু'বছর আলুতে লোকসান হওয়ায় বাজারে কয়েক লাখ টাকা ধার হয়ে যায়। সেই দেনা শোধ করতে না পেরে তিনি মানসিক দিক থেকে ভেঙে পড়েই আত্মহত্যা করেন।
বাসুদেববাবুর ছেলে সায়ন সিংহ রায় বলেন, দেনার দায়েই বাবা আত্মঘাতী হয়েছেন। অন্যদিকে মৃতের দাদা রামকৃষ্ণ সিংহ রায় বলেন, "ভাই আলুর ব্যবসা করত। বাজারে বেশ কয়েক লাখ টাকা দেনা হয়ে যাওয়ার কারণে মানসিক ভাবে চাপে ছিল। চাষি ও ব্যবসাদারদের সঙ্গে কথা মোটামুটি সমস্যা মিটিয়ে ফেলেছিল। ৫০ শতাংশ টাকা শোধ করলেই দেনা শোধ হয়ে যাবে। বেশ কিছু জমি বিক্রি করে টাকা শোধ করার কাজও শুরু করেছিল। এরপরও যে কেন এইরকম একটি খারাপ সিদ্ধান্ত নিয়ে নিল আমরা বুঝে উঠতে পারছি না। এই কারণে নিয়মিত যোগাযোগও রেখেছিলাম ভাইয়ের সাথে। কিন্তু শেষরক্ষা করতে পারলাম না।"