পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Local Train Derailed: প্ল্যাটফর্মে ঢোকার মুখে বেলাইন লোকালের কামরা, হাওড়া কর্ড-মেইন লাইনে ব্যাহত পরিষেবা - ট্রেন দুর্ঘটনা

বর্ধমান জংশনে (Barddhaman Junction) ঢোকার মুখে দুর্ঘটনা (Local Train Derailed) ৷ লাইনচ্যুত বর্ধমান-হাওড়া লোকালের (Barddhaman-Howrah Local) একটি কামরা ৷

Local Train Derailed before entering Barddhaman Junction
Local Train Derailed: প্ল্যাটফর্মে ঢোকার মুখে বেলাইন লোকালের কামরা, হাওড়া কর্ড ও মেইন লাইনে ব্যাহত পরিষেবা

By

Published : Jun 27, 2022, 12:59 PM IST

Updated : Jun 27, 2022, 2:13 PM IST

বর্ধমান, 27 জুন: বর্ধমান জংশনে (Barddhaman Junction) ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল লোকাল ট্রেনের একটি কামরা (Local Train Derailed) ৷ তবে, দুর্ঘটনার সময় ওই ট্রেনে কোনও যাত্রী না থাকায় কেউ হতাহত হননি ৷

বেলাইন কামরা !

রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন কর্ড লাইনে রেল ইয়ার্ড (Rail Yard) থেকে প্ল্যাটফর্মে ঢোকার মুখে একটি লোকাল ট্রেনের কামরা লাইনচ্যুত হয়ে যায় ৷ তবে তখনও ওই ট্রেনে কোনও যাত্রী সওয়ার হননি ৷ কিন্তু, এই ঘটনার সময় যদি ট্রেনে যাত্রীরা থাকতেন, তাহলে বড় অঘটন ঘটতে পারত ৷ স্বাভাবিক ভাবেই সোমবারের এই দুর্ঘটনার পর রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন:Guwahati Bikaner Express Derail : দুমড়েমুচড়ে গিয়েছে কামরা, দোমোহানির বাতাসে কান্না আর স্বজন হারানোর হাহাকার...

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি বর্ধমান-হাওড়া লোকাল (Barddhaman-Howrah Local) ৷ দুর্ঘটনাটি ঘটে সকাল 10টা নাগাদ ৷ প্ল্যাটফর্মের দিকে এগোনোর সময় ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে পাশেই হেলে পড়ে ৷ বাধ্য হয়েই ট্রেনটি থামিয়ে দিতে হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের কর্মী ও আধিকারিকরা ৷ তাঁরা দ্রুত লাইনচ্যুত কামরাটি সেখান থেকে সরানোর ব্যবস্থা করেন ৷

সপ্তাহ শুরুর দিনেই দুর্ঘটনা ৷

এ দিকে, সপ্তাহের প্রথম কাজের দিনে এমন ঘটনা ঘটায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা ৷ দিনের ব্যস্ত সময়ে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় পরিষেবা ৷ হাওড়া কর্ড ও মেইন লাইনে সাময়িক পরিষেবা বন্ধ রাখতে হয় ৷ যদিও রেলের দাবি, রেলকর্মীরা দ্রুততার সঙ্গে বেলাইন হওয়া কামরাটি সরিয়ে দেওয়ায় পরই পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরে যায় ৷ কিন্তু, কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ বিষয়টি খতিয়ে দেখছে তারা ৷

Last Updated : Jun 27, 2022, 2:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details