বর্ধমান, 23 ফেব্রুয়ারি : "আনিশের বাবা যখন পুলিশকে ফোন করেছিল, তখন আমতা থানা আসেনি ৷ পুলিশের যেতে ছ'ঘণ্টা সময় লেগেছে", রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এই মন্তব্য করলেন সিপিআইএম-এর পলিটব্যুরো সদস্য, নেতা মহম্মদ সেলিম । আর আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন মিছিল করছে, তখন হাজার হাজার পুলিশ ৷ তারা কোথা থেকে এল ? প্রশ্ন প্রবীণ বামনেতার । মঙ্গলবার সন্ধেয় বর্ধমান শহরের বীরহাটা উত্তম ময়দানে বাম প্রার্থীদের হয়ে প্রচারে এসে সাংবাদিকদের এই কথা জানালেন প্রবীণ বামনেতা (Leftfront leader Md Salim slams Mamata Banerjee over Anish Khan murder) ।
আনিশ খানের মৃত্যুতে পুলিশ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, "প্রথমে বলা হয়েছিল পুলিশ ওখানে যায়নি ৷ এখন পুলিশকর্মীদের সাসপেন্ড করা হচ্ছে, সেটা লোক দেখানো ।" তাঁর দাবি, খুনের অপরাধে সাসপেন্ড কোনও শাস্তি হতে পারে না ৷ পুলিশকর্মীদের কর্তব্যে অবহেলার জন্য সাসপেন্ড করা হয়েছে । তাঁর প্রশ্ন, "কর্তব্যে অবহেলা কার হয়েছে ? শুধুমাত্র ওই কনস্টেবলের ? শুধু অন-ডিউটিতে যে থানায় ছিল ? আমতা থানা বলেছিল বাগনান থেকে আসতে পারে ৷"
তিনি জানান, এলাকাটা কোন থানার আওতায় পড়ে তা দেখার জন্য একজন গ্রামীণ এসপি থাকেন ৷ তাঁর উপরে পুলিশমন্ত্রী আছেন ৷ পুলিশকর্মীদের সাসপেন্ড করা নিয়ে মহম্মদ সেলিম বলেন, "এ ধরনের ঘটনা ঘটে বা ঘটানো হয় ৷" আর "তখন সবচেয়ে নিচুতলায় যে আছে, তার দিকে খড়্গহস্ত হয়ে দেখানো হয়, তারা ছাড়া বাকি সব ঠিক আছে ৷ কিন্তু আসল গলদ কোথায়, সেটা ধামাচাপা দেওয়া হয় ।"