পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 6, 2022, 1:42 PM IST

ETV Bharat / state

Swapan Debnath: স্কুলছাত্রীর থেকে এলাকার সমস্যার কথা শুনে সকাল হতেই সেখানে ছুটলেন মন্ত্রী

স্কুলছাত্রীর কাছ থেকে তার এলাকা পূর্বস্থলীর সমস্যার কথা শুনেছিলেন ৷ এরপর সকাল হতেই সেই পাড়ায় ছুটলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)।

Hearing about problems in the area from school girl Minister Swapan Debnath rushes there
স্কুলছাত্রীর থেকে এলাকার সমস্যার কথা শুনে সকাল হতেই সেখানে ছুটলেন মন্ত্রী

পূর্বস্থলী, 6 নভেম্বর:স্কুলছাত্রীর কাছে তার পাড়ার সমস্যার কথা শুনে সকাল হতে না হতেই সমস্যা সমাধানে ছুটলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। রবিবার তিনি পূর্বস্থলী 1 ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের ফকিরতলা মাঠপাড়া এলাকায় যান (Burdwan News)। সেখানে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পূর্বস্থলীর ভবতারিণী রায় বালিকা বিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী স্বপন দেবনাথ । সেখানে মন্ত্রীকে কাছে পেয়ে এক ছাত্রী তার পাড়ায় নিকাশি সমস্যা ও ভাঙা রাস্তার জন্য কীভাবে তাদের সমস্যায় পড়তে হয়, সে কথা জানায় । ছাত্রীর এলাকার সমস্যার কথা শোনার পর আজ সকালেই ওই এলাকায় যান মন্ত্রী স্বপন দেবনাথ । সেখানে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকে তিনি নিকাশি সমস্যার কথা শোনেন । এছাড়া কোন কোন সরকারি প্রকল্প গ্রামবাসীরা সঠিকভাবে পাচ্ছেন না, তা নিয়েও কথা বলেন এলাকাবাসীর সঙ্গে ৷ দ্রুত তাঁদের সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি ।

আরও পড়ুন:দরজায় দরজায় ঘুরে করোনা নিয়ে মানুষকে সচেতন করলেন মন্ত্রী

স্থানীয় বাসিন্দা সৌভিক দাস বলেন, "আমাদের পাড়ার এক ছাত্রীর কাছ থেকে এলাকার সমস্যার কথা শুনে মন্ত্রী নিজে বিষয়টি দেখতে এসেছিলেন । তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ।"

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ওই এলাকায় গিয়ে নিকাশি ব্যবস্থা নিয়ে তিনি খোঁজখবর নিয়েছেন । তাছাড়া ওই নর্দমা সারাই করার পাশাপাশি কীভাবে এলাকার রাস্তা মেরামত করা যায়, সে কথাও শুনেছেন । ইঞ্জিনিয়ার নিয়ে এসে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details