পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খরিফ মরশুমে রাজ্যের পাঁচ জেলায় জল ছাড়া হবে 24 জুলাই থেকে - BARDHAMAN

রাজ্যের পাঁচ জেলায় খারিফ মরশুমের জন্য 24 জুলাই থেকে সেচের জল ছাড়া হবে বলে জানাল, বর্ধমান জেলা প্রশাসন ৷ শুক্রবার একথা জানালেন, বর্ধমানের ডিভিশনাল কমিশনার বিজয় ভারতী ।

BARDHAMAN
খরিফ মরশুমে রাজ্যের পাঁচ জেলায় জল ছাড়া হবে 24 জুলাই থেকে

By

Published : Jul 16, 2021, 10:21 PM IST

বর্ধমান, 16 জুলাই: রাজ্যে বর্ষা শুরু হতেই চাষের কাজ শুরু হয়েছে । এবার রাজ্যের পাঁচ জেলায় খারিফ মরশুমের জন্য 24 জুলাই থেকে সেচের জল ছাড়া হবে বলে জানাল, বর্ধমান জেলা প্রশাসন ৷ একথা জানালেন, বর্ধমানের ডিভিশনাল কমিশনার বিজয় ভারতী । শুক্রবার বর্ধমানের সার্কিট হাউসে দুই বর্ধমান জেলা, বাঁকুড়া, হুগলি ও হাওড়া জেলার সরকারি আধিকারিকদের নিয়ে সেচ সংক্রান্ত বৈঠক করেন তিনি ।

এবছর গতবছরের তুলনায় বৃষ্টিপাত অনেক বেশি হয়েছে । প্রতিবছর খরিফ,বোরো ও রবি চাষের জন্য সেচের জল ছাড়া হয় । ডিভিসি ক্যানেলের মাধ্যমে এই জল দেওয়া হয় । জলাধারে কত পরিমাণ জল থাকে সেই অনুপাতে জল ছাড়া হয় । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর 30 জুলাই থেকে সেচের জন্য জল ছাড়া হয় । চলতি বছর সেই জল ছাড়া হবে 24 জুলাই । ডিভিশনাল কমিশনার বিজয় ভারতী বলেন, "গত বছরের তুলনায় এবার বৃষ্টি বেশি হয়েছে । গত বছরে ডিভিসির জলাধারে 2 লক্ষ একর ফিট জল ছিল । এবার সেখানে 5 লাখ একর ফিট জল ধরা আছে ।এবার চ্যালেঞ্জ অত বড় নয়, তাও চাষিদের কথা ভেবে কয়েকদিন আগে থেকে জল ছাড়া শুরু হবে । "

আরও পড়ুন: মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে গ্রেফতার সহ-সভাপতি

তবে প্রতিবছর জল পাননা বলে চাষিরা যেসব অভিযোগ করে থাকেন । এবার সেই বিষয়টি পঞ্চায়েতস্তরে নজরদারি করতে বলা হয়েছে । পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, "24 জুলাই থেকে খরিফ মরশুমের জন্য দামোদরের ব্যারেজ থেকে জল ছাড়া হবে ৷ পাঁচ জেলায় এই জল দেওয়া হবে । দশদিন অন্তর অন্তর পাঁচ জেলায় জল দেওয়া হবে । "

ABOUT THE AUTHOR

...view details